Image

পাকিস্তান দলকে নতুন হোটেলে স্থানান্তর করেছে আইসিসি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তান দলকে নতুন হোটেলে স্থানান্তর করেছে আইসিসি

পাকিস্তান দলকে নতুন হোটেলে স্থানান্তর করেছে আইসিসি

পাকিস্তান দলকে নতুন হোটেলে স্থানান্তর করেছে আইসিসি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের উদ্বেগের পর ভারতের বিপক্ষে ম্যাচের মাত্র কয়েকদিন আগে নিউইয়র্কে পাকিস্তানের টিম হোটেল বদলেছে। বরাবরের মতো এই বিশ্বকাপেও ভারতকে আইসিসি বিশেষ সুবিধা দিয়েছে এবং তাদের হোটেলটি স্টেডিয়ামের সবচেয়ে কাছে। 

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে না হতেই একের পর এক অভিযোগ আইসিসির দিকে। পিচ, আউটফিল্ড ইস্যুর পর এবার সামনে এলো, আইসিসির অব্যবস্থাপনা। টিম হোটেল থেকে ভেন্যুর দূরত্ব দলগুলোর কাছে যেন অসহনীয়। 

পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি আইসিসির সাথে কথা বলেছেন, অসন্তোষ প্রকাশ করেছেন। এবং ইভেন্ট আয়োজকদের পাকিস্তান ক্রিকেট দলের হোটেল পরিবর্তন করতে রাজি করান। তিনি আইসিসিকে স্পষ্ট জানিয়ে দেন, পাকিস্তান দলকে নিউইয়র্কে ৯ এবং ১১ জুনের ম্যাচ সহ টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন কোনও ম্যাচের জন্য দীর্ঘ দূরত্বে ভ্রমণের অনুমতি দেবেন না। 

ভারতীয় দল নিউইয়র্কের নাসাউ কাউন্টি মাঠ থেকে ১০ মিনিট দূরে অবস্থান করছে, অন্য দলগুলোর জন্য এক ঘন্টারও বেশি দূরে হোটেল বরাদ্দ করা হয়েছে। 

মহসিন নকভি আইসিসিকে বলেন, যদি পাকিস্তান দলের হোটেল পরিবর্তন না করা হয় তবে পিসিবির খরচে বাবর-রিজওয়ানদের আরও ভালো এবং সুবিধাজনক জায়গায় রাখবেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে হারের পর একই অভিযোগ আইসিসির দিকে তুলে শ্রীলঙ্কা দল। মাহিশ থিকশানার অভিযোগ ছিল, শ্রীলঙ্কা দল অন্য অনেক দলের মতো পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। থিকশানার বলেন, তাদের সাথে রীতিমতো অন্যায় করা হচ্ছে।

Details Bottom