Image

তানজিম হাসান সাকিবকে যে ধারায় শাস্তি দিল আইসিসি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
তানজিম হাসান সাকিবকে যে ধারায় শাস্তি দিল আইসিসি

তানজিম হাসান সাকিবকে যে ধারায় শাস্তি দিল আইসিসি

তানজিম হাসান সাকিবকে যে ধারায় শাস্তি দিল আইসিসি

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালকে ২১ রানে হারায় বাংলাদেশ। সেই ম্যাচে ২১ ডট বল করা তানজিম হাসান সাকিব হন ম্যাচসেরা। 

তবে সুপার এইটে ওঠা বাংলাদেশ দলের এই পেসার এই ম্যাচের ঘটনার জেরে জরিমানার কবলে পড়েছেন। নেপালের বিপক্ষে ঐ ম্যাচে আইসিসির কোড অব কন্ডাক্ট (লেভেল ১) ভেঙেছেন সাকিব। তার জেরে তাকে ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। 

ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি তানজিম হাসান সাকিবের ডিসিপ্লিনারি রেকর্ডে যুক্ত হয়েছে ১ ডিমেরিট পয়েন্ট। ২৪ মাস সময়ে এটিই সাকিবের প্রথম নিয়ম ভঙ্গের ঘটনা। 

ঘটনাটি ঘটে নেপালের ইনিংসের ৩য় ওভারে। দারুণ বল করতে থাকা তানজিম হাসান সাকিবের সঙ্গে লেগে যায় নেপাল অধিনায়ক রোহিত পডেলের। একটি বল করার পর রোহিতের দিকে আগ্রাসীভাবে এগিয়ে যান সাকিব, করেন অযাচিত শারীরিক স্পর্শ। 

 

তানজিম হাসান সাকিব ভেঙেছেন আইসিসি কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ ২.১২। যেখানে লেখা আছে 'আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন কোন ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোন ব্যক্তি (দর্শক সহ) কারো সাথে অযাচিত শারীরিক স্পর্শ করা যাবে না'। 

তানজিম হাসান সাকিবের ওপর অভিযোগ আনেন অন ফিল্ড আম্পায়ার আহসান রাজা, স্যাম নোগাজস্কি, ত্তীয় আম্পায়ার জয়রামান মদনগোপাল ও চতুর্থ আম্পায়ার কুমার ধর্মসেনা। যা আমলে নিয়ে শাস্তি দেন আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। 

তানজিম হাসান সাকিব এই অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন, তাই আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি। 

লেভেল ১ এর নয়ম ভঙ্গের সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক ভর্ৎসনা। সর্বোচ্চ শাস্তি ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানার সাথে ১ বা ২ ডিমেরিট পয়েন্ট। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three