Image

অক্টোবর মাসে সেরা হওয়ার দৌড়ে যারা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অক্টোবর মাসে সেরা হওয়ার দৌড়ে যারা

অক্টোবর মাসে সেরা হওয়ার দৌড়ে যারা

অক্টোবর মাসে সেরা হওয়ার দৌড়ে যারা

অক্টোবর মাসের আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ পুরুস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংযুক্ত আরব আমিরাতে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চলমান আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে যারা নজরকাড়া পারফরম্যান্স করেছেন তারাই জায়গা পেয়েছেন এবারের মাস সেরার সংক্ষিপ্ত তালিকায়।

আইসিসি পুরুষ প্লেয়ার অফ দ্য মান্থ পুরুস্কারের জন্য মনোনীত তিনজন হলেন- নোমান আলী, কাগিসো রাবাদা এবং মিচেল স্যান্টনার। এবং নারীদের মধ্যে মনোনীত হয়েছেন অ্যামেলিয়া কের, ডিয়েন্দ্রা ডটিন এবং লরা ওলভার্ড।

নোমান আলী (পাকিস্তান) মুলতান এবং রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্টে ১৩.৮৫ গড়ে ২০ টি উইকেট পেয়ে প্রথমবারের মত সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেন। পাকিস্তানের সিরিজ জয়ে তিনি রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। 

কাগিসো রাবাদা ( দক্ষিণ আফ্রিকা) বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ৭২ রানে ৯ উইকেট নেন তিনি।  আইসিসি পুরুষদের টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেন।  চট্রগ্রাম টেস্টেও প্রথম ইনিংসে পেয়েছিলেন ফাইফার।

মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড) ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। বেঙ্গালুরুতে প্রথম ইনিংসে ৫৩ রানে সাত উইকেট নিয়ে সেরা টেস্ট পরিসংখ্যান রেকর্ড করেন। দ্বিতীয় ইনিংসে ১০৪ রান দিয়ে নেন ৬ উইকেট।

অ্যামেলিয়া কের (নিউজিল্যান্ড) নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে ১৩৫ রান এবং বল হাতে ১৫ উইকেট  প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের মুকুট। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স করেছেন। বিশ্বকাপ ফাইনালে ৪৩ রান করার পাশাপাশি ৪ ওভার বল করে ২৪ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন তিনি। 

লরা ওলভার্ড (দক্ষিণ আফ্রিকা) এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ২২৩ রান নিয়ে টুর্নামেন্টের রান-স্কোরিং তালিকায় শীর্ষে লরা। গড় ৪৪.৬০।   নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালেও করেছিলেন গুরুত্বপূর্ণ ৩৩ রান।

ডিয়েন্দ্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ) ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার সংযুক্ত আরব আমিরাতে আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ও স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাট ও বল হতে মাঠে উজ্জ্বল ছিলেন। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৩ রান এবং চার উইকেট নেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three