Image

বুমরাহ-রোহিতের সঙ্গে মাসসেরার লড়াইয়ে গুরবাজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বুমরাহ-রোহিতের সঙ্গে মাসসেরার লড়াইয়ে গুরবাজ

বুমরাহ-রোহিতের সঙ্গে মাসসেরার লড়াইয়ে গুরবাজ

বুমরাহ-রোহিতের সঙ্গে মাসসেরার লড়াইয়ে গুরবাজ

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জুন মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে মনোনয়ন পেয়েছেন রহমানউল্লাহ গুরবাজ। আফগানিস্তানের এই তারকা ওপেনারের পাশাপাশি এই তালিকাতে মনোনয়ন পেয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা ও জাসপ্রীত বুমরাহ। 

জুন মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ মাতানো রহমানউল্লাহ গুরবাজ, রোহিত শর্মা ও জাসপ্রীত বুমরাহ; এই তিন জনের একজনই হবেন মাসের আইসিসির সেরা খেলোয়াড়ের খেতাব। এবার অপেক্ষা কে হচ্ছেন 'প্লেয়ার অব দ্য মান্থ'। 

 শেষ হওয়া নবম টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছেন সেমিফাইনালিস্ট আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। ৮ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরিতে ২৮১ রান করেছেন তিনি। ৩৫ দশমিক ১২ ব্যাটিং গড় এবং ১২৪ দশমিক ৩৩ স্ট্রাইক রেটে এ রান করেন তিনি।

ফাইনালসহ আসরজুড়ে নজরকাড়া বোলিংয়ে টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের পুরস্কারও জেতেন জাসপ্রীত বুমরাহ। ৮ ম্যাচে তার শিকার ১৫ উইকেট। এক বিশ্বকাপে অন্তত ১০ উইকেট নেওয়া বোলারদের মধ্যে সেরা গড় এটি। ২৯.৪ ওভার বোলিং করে ওভারপ্রতি তিনি দেন স্রেফ ৪.১৭ রান। ইনিংসে তিন উইকেট ২ বার, ২টি করে উইকেট নিয়েছেন চারটি ম্যাচে। তার বলে মাত্র ১২টি চার ও ২টি ছয় মারতে পেরেছেন বিভিন্ন দলের ব্যাটসম্যানরা। ৮ ম্যাচের মধ্যে তিনি সর্বাধিক রান দিয়েছেন ২৯, অস্ট্রেলিয়া ম্যাচে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯ আসরের ইতিহাসে প্রথমবার অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হলো ভারত। সবচেয়ে বেশি ৩৭ বছর ৬০ দিন বয়সে নেতৃত্ব দিয়ে দলকে শিরোপা উপহার দেন অধিনায়ক রোহিত শর্মা। সেদিন টি-টোয়েন্টি ক্রিকেটকেও বিদায় বলেছেন রোহিত। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন। এবারের বিশ্বকাপেও দ্বিতীয় সর্বোচ্চ রান এই ওপেনারের। তুলনামূলক কঠিন কন্ডিশনে ব্যাটিং করেও মোট ২৫৭ রান করেছেন ১৫৬.৭০ স্ট্রাইক রেটে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three