দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়তে পারল না বাঘিনীরা

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 5 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়তে পারল না বাঘিনীরা

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়তে পারল না বাঘিনীরা

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়তে পারল না বাঘিনীরা

বাংলাদেশের মেয়েরা লড়াই করেছে শেষ নিঃশ্বাস পর্যন্ত। জয়ের সুবাস ছুঁয়েও থমকে গেছে তাদের যাত্রা। একসময় ম্যাচ ছিল একেবারে মুঠোয়, কিন্তু শেষ মুহূর্তে সেই জয় যেন হাওয়ায় মিলিয়ে গেল! দক্ষিণ আফ্রিকার মেয়েরা দেখল সুযোগ, আর মুহূর্তেই ছিনিয়ে নিল ম্যাচটা মাত্র ৩ উইকেটের নাটকীয় ব্যবধানে।

ওয়ানডে বিশ্বকাপের এই লড়াই যেন ছিল রোমাঞ্চের আরেক নাম। ব্যাটে-বলে সমান তালে লড়েছে নিগার সুলতানারা, কিন্তু শেষ হাসি হেসেছে প্রোটিয়ারা। জয়টা হারিয়ে গেল অল্পের জন্য, তবুও বাংলাদেশের মেয়েরা রেখে গেল হৃদয় ছোঁয়া এক লড়াইয়ের গল্প।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২৩২ রান সংগ্রহ করে টাইগ্রেসরা। দুই ওপেনার দলকে দারুণ সূচনা এনে দেয়ার পর দলীয় ৫৩ রানে ঘটে প্রথম উইকেটের পতন। রুবায়া আক্তার আউট হন ২৫ রানে। আরেক ওপেনার ফারজানা হক করেন ৩০ রান।

তৃতীয় উইকেটে ৭৭ রানের জুটি গড়েন শারমিন আক্তার ও নিগার সুলতানা। শারমিন ফেরেন ফিফটি তুলে, নিগার করেন ৩২ রান। তবে শেষ দিকে মাত্র ৩৫ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দেয় স্বর্না আক্তার। তার ইনিংসে ছিলো ৩ টি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি। 

২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই তাজমিন ব্রিটসে আউট করেন নাহিদা আক্তার। দ্বিতীয় উইকেট থেকে ৫৫ রান আসলেও পর পর উইকেট হারিয়ে বিপদে পড়ে প্রোটিয়া নারীরা।  মাত্র ৭৮ রানে ৫ উইকেট হারালে ম্যাচ হেলে পড়ে বাংলাদেশের দিকে। 

তবে ষষ্ঠ উইকেটে কোল ট্রিয়ন এবং মারিজান ক্যাপের ৮৫ রানের জুটিতে ঘুরে দাড়ায় দক্ষিণ আফ্রিকা। তবুও সুযোগ ছিলো বাঘিনীদের সামনে কিন্তু বার বার রান আউটের সুযোগ মিস এবং স্বর্না আক্তারের ক্যাচ মিসে হেরে যায় বাংলাদেশ। নাহিদা আক্তারের বলে ছক্কা মেরে ৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।