Image

পরাজয় পো'ড়া'চ্ছে হাথুরুসিংহেকে, শুধু ব্যাটারদের দায় দিলেন না

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পরাজয় পো'ড়া'চ্ছে হাথুরুসিংহেকে, শুধু ব্যাটারদের দায় দিলেন না

পরাজয় পো'ড়া'চ্ছে হাথুরুসিংহেকে, শুধু ব্যাটারদের দায় দিলেন না

পরাজয় পো'ড়া'চ্ছে হাথুরুসিংহেকে, শুধু ব্যাটারদের দায় দিলেন না

ভারতের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়ে কষ্ট পাচ্ছেন বাংলাদেশের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে। পাকিস্তানের বিপক্ষে নিয়ে আসা আত্মবিশ্বাস কাজে লাগেনি ভারত সিরিজে। তবুও সিরিজ হারের সমস্ত দায় তুলে নিয়েছেন নিজেদের পারফরম্যান্সের উপরে।

ম্যাচ শেষে সংবাদ সংম্মেলনে বাংলাদেশের এই পারফরম্যান্স মেনে নেয়া কঠিন জানিয়ে হাথুরুসিংহে জানান, "এই হার আমাদের অনেক কষ্ট দিচ্ছে। ভারতের এমন এপ্রোচ আমরা আগে দেখিনি। রোহিত ও ওর দলকে কৃতিত্ব দিতেই হবে, এমন এপ্রোচে ম্যাচ জয়ের জন্য। তবে আমাদের পারফরম্যান্স মেনে নেওয়া কঠিন।"

নিশ্চিত ভাবেই বাজে ব্যাটিং করেছে বাংলাদেশের ব্যাটাররা। তবে এ কারণে দায় শুধু ব্যাটারদের দিচ্ছেন না প্রধান কোচ। বরং তার মতে ভারত ও খুব ভালো বল করেছে যার কারণে ভালো করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা।

" এই সিরিজে ব্যাটিং খুব হতাশাজনক। সর্বশেষ সিরিজে কয়েকজন ভালো খেলেছিল। তবে আমরা গত কয়েক সিরিজ ধরেই আমাদের সামর্থ্য অনুযায়ী ব্যাট করতে পারছি না। এমন ব্যাটিংয়ের আরেক কারণ হতে পারে প্রতিপক্ষের বোলিং কোয়ালিটি। ভারত খুবই ভালো দল। আমরা শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাব। সেরা দলের বিপক্ষে খেলাগুলো এমনই হয়।"

হোয়াইট ওয়াশ হয়েও খুব বেশী ভেঙে পড়েননি হাথুরু "পাকিস্তানে খুব ভালো একটা সিরিজ শেষ করে আমরা এখানে এসেছিলাম। আমরা জানতাম এখানে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমরা খুব বেশি ভেঙে পড়িনি। পাকিস্তানে কোথায় ভালো করেছি, এখানে কোথাও ভালো করিনি আমরা জানি।"

শেষ দিনে ১২০ রান তুলতে ৮ উইকেট হারিয়েছে বাংলাদেশ। যখন দায়িত্বশীল ব্যাটিং করার কথা তখন ঝুকিপূর্ন শট খেলে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন ব্যাটাররা। তবে প্রধান কোচ মনে করেন ব্যাটাররা অ্যাটাকিং শট খেলতেই পারে।

"আমরা টিকে থাকা নিয়ে ভাবিনি, আমরা দলের শক্তি অনুযায়ী খেলার চেষ্টা করেছি। ব্যাটার যদি মনে করে সে অ্যাটাকিং বা সুইপ শট খেলতে পারবে, সে খেলতেই পারে। মুমিনুল কাল দারুণ ব্যাট করেছে। তবে যেভাবে অনেকে উইকেট দিয়ে এসেছে তা হতাশাজনক। ভারত বোলিং পরিবর্তন করলেই আমরা উইকেট হারিয়েছি। নতুন বলে মানিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত সময় আমরা নিইনি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three