Image

বাংলাদেশের মেয়েদের হেড কোচ হাশান তিলকরত্নের পদত্যাগ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশের মেয়েদের হেড কোচ হাশান তিলকরত্নের পদত্যাগ

বাংলাদেশের মেয়েদের হেড কোচ হাশান তিলকরত্নের পদত্যাগ

বাংলাদেশের মেয়েদের হেড কোচ হাশান তিলকরত্নের পদত্যাগ

বাংলাদেশ নারী দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী হাশান তিলকরত্নে। ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ নারী দলের সফরের পরপরই শেষ হয়েছে তিলকরত্নের অধ্যায়। ৮ ফেব্রুয়ারি ফিরে যাচ্ছেন নিজ দেশ শ্রীলঙ্কায়। 

২০২২ সালের অক্টোবরে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন হাশান তিলকরত্নে। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তখন দুই বছরের চুক্তি করেন শ্রীলঙ্কার এই প্রাক্তন ক্রিকেটার। এর আগে শ্রীলঙ্কা নারী দলের দায়িত্ব পালন করেছিলেন তিলকরত্নে।

বাংলাদেশে প্রায় আড়াই বছর দায়িত্ব পালনের পর হেড কোচের পদ থেকে সরে দাঁড়ালেন হাশান তিলকরত্নে। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরই ছিল বাংলাদেশের মেয়েদের হেড কোচ হিসেবে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটারের শেষ অ্যাসাইনমেন্ট।

বাংলাদেশ দলের সাথে অবশ্য শেষটা ভালো হয়নি তিলকরত্নের। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারলেও টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবে নিগার সুলতানা জ্যোতির দল। 

১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী হাশান তিলকরত্নে শ্রীলঙ্কার হয়ে ৮৩ টেস্ট খেলেছেন। ৪২.৮৭ গড়ে ৪৫৪৫ রান করেছেন তিনি। ১১টি সেঞ্চুরি ও ২০টি ফিফটি তাঁর নামের পাশে। দেশের হয়ে ২০০ ওয়ানডে খেলে ২৯.৬০ গড়ে ৩৭৮৯ রান করেছেন হাসান। ২টি সেঞ্চুরি ও ১৩টি ফিফটির মালিক তিনি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three