ফাইনাল সেরা ভিরাট কোহলি, টুর্নামেন্ট সেরা জাসপ্রীত বুমরাহ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 দিন আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ফাইনাল সেরা ভিরাট কোহলি, টুর্নামেন্ট সেরা জাসপ্রীত বুমরাহ

ফাইনাল সেরা ভিরাট কোহলি, টুর্নামেন্ট সেরা জাসপ্রীত বুমরাহ

ফাইনাল সেরা ভিরাট কোহলি, টুর্নামেন্ট সেরা জাসপ্রীত বুমরাহ

বিশ্বকাপের প্রথম ৭ ইনিংসে মাত্র ৭৫ রান করেছিলেন ভিরাট কোহলি। এজন্য সেমিফাইনালের পর অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন, কোহলি হয়ত তার সেরাটা ফাইনালের জন্য জমা রেখেছেন। রোহিতের কথা সত্যি প্রমান করে কোহলি এদিন ৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলেন। ভারতকে চ্যাম্পিয়ন করতে এই রান গুলোর অবদান অপরিসীম। 

বিশ্বকাপ ফাইনালে এই ইনিংস খেলেই ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন ভিরাট কোহলি। সেখানে সঞ্চালকের সাথে আলাপচারিতায় কোহলি বলেন, 'এটা ছিল আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ, এবং বিশ্বকাপ জেতাই ছিল আমাদের অর্জন করতে চাওয়া লক্ষ্য । ঈশ্বর মহান, আমি দলটির জন্য যেদিন প্রয়োজন ছিল সেদিন কাজটি সম্পন্ন করেছি। হয় এখন অথবা কখনো নয়, এমনটাই ছিল। এটি ভারতের জন্য আমার শেষ টি-টোয়েন্টি, এটাকে সর্বোচ্চ কাজে লাগাতে চেয়েছিলাম। কাপটি তুলতে চেয়েছিলাম, পরিস্থিতিকে সম্মান করতে চেয়েছিলাম বরং জোর করতে চাইনি। এটা ছিল একটি ওপেন সিক্রেট, পরবর্তী প্রজন্মের সময় এসেছে দায়িত্ব গ্রহণ করার, কিছু অসাধারণ খেলোয়াড় দলটিকে এগিয়ে নিয়ে যাবে এবং পতাকাকে উঁচুতে রাখবে।' 

অন্যদিকে পুরো টুর্নামেন্টে অসাধারণ বোলিং করায় ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন জাসপ্রীত বুমরাহ। এবারের বিশ্বকাপে ৮ ইনিংসে বল করে ১৫ উইকেট শিকার করেছেন বুমরাহ, যা ২য় সর্বোচ্চ।  

তার সামনে আছেন কেবল  ফজলহক ফারুকি ও আর্শদ্বীপ সিং- দুজনেই সমান ১৭টি করে উইকেট নিয়েছেন। তবে অন্যদের চেয়ে  বুমরাহ এগিয়ে অন্য জায়গায় , ম্যাচের সবচেয়ে কঠিন মুহূর্তে তিনি বরাবর দলের ভরসার পাত্র হয়ে এনে দিয়েছেন কাঙ্ক্ষিত উইকেট। বিশ্বকাপে তার ইকোনোমি ছিলো মাত্র ৪.১৭। 

ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার নিতে গিয়ে জাসপ্রীত বুমরাহ বলেন, 'আমি শান্ত থাকতে চেয়েছি। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলেছি। আমার ছেলে, আমার পরিবার সবাই এখানে আছে। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য অনেক পরিশ্রম করেছি। এটার থেকে ভালো অনূভুতি আর কিছু হতে পারেনা। আমরা বড় মঞ্চে খেলেছি। বড় দিনে আপনাকে বেশী কিছু দিতে হবে তাই পুরো টুর্নামেন্ট জুড়ে আমি শান্ত ছিলাম। বল করার সময় আমি শুধু ওই বল টা নিয়েই ভেবেছি। আবেগ আসতে পারে কিন্তু কাজ টা পরিপূর্ণ হয়েছে। ওই ওভারে আমি লেন্থে বল করার কথা ভেবেছিলাম। ওটা রিভার্স সুইং হচ্ছিলো এবং এটা করতে পেরে আমার ভালো লেগেছে।'