২য় দিন শেষেই জয়ের সুঘ্রাণ পাচ্ছে ইংল্যান্ড
-
1
প্রীতি ম্যাচে ভালো আম্পায়ার থাকায় মাঠে বেশী উত্তাপ দেখাবেন না শান্ত
-
2
তাসকিনই ভাঙুক আমার গতির রেকর্ড, ঢাকায় এসে প্রত্যাশা শোয়েব আখতারের
-
3
অ্যাশেজে টানা পরাজয়ের পর ইংল্যান্ডের একমাত্র পরিবর্তন, একাদশে জশ টাং
-
4
জাওয়াদের ব্যাটে দাপট, নেপালকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
-
5
ভারতের কাছে সাত উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়ল দক্ষিণ আফ্রিকা
২য় দিন শেষেই জয়ের সুঘ্রাণ পাচ্ছে ইংল্যান্ড
২য় দিন শেষেই জয়ের সুঘ্রাণ পাচ্ছে ইংল্যান্ড
জেমস অ্যান্ডারসনের বিদায়ী টেস্ট বলে লর্ডসে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্টে নজর বিশ্ববাসীর। তবে একপেশে এক খেলা হচ্ছে লর্ডসে। স্বাগতিকদের বিপক্ষে পাত্তাই পাচ্ছে না সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ২ দিন শেষেই পরাজয়ের পথে তাঁরা।
১ম দিনে ১২১ রানে অলআউট হয়েছিল উইন্ডিজরা। জবাবে ৩ উইকেটে ১৮৯ রান করে দিনের খেলা শেষ করেছিল ইংলিশরা। ১৫ রানে জো রুট ও ২৫ রানে হ্যারি ব্রুক অপরাজিত ছিলেন। লিড ছিল ৬৮ রানের।
দ্বিতীয় দিনে এসে ফিফটি তুলে নেন দুজনই। হ্যারি ব্রুক ঠিক ৫০ রান করে আউট হন, ৬৮ রান আসে জো রুটের ব্যাট থেকে।
তবে অভিষেকে ফিফটি তুলে নিয়ে প্রশংসিত হন জেমি স্মিথ। জ্যাক ক্রাউলির ৭৬ এর পর ইনিংসে ২য় সর্বোচ্চ ৭০ রান করে আউট হন তিনি। ইংল্যান্ড থামে ৩৭১ রান করে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৪ উইকেট নেন জেইডেন সিলস। ২ টি করে উইকেট নেন জেসন হোল্ডার, গুদাকেশ মোতি। ১ টি শিকার আলঝারি জোসেফের।
২৫০ রানে পিছিয়ে থেকে ২য় ইনিংসে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। নিজের শেষ টেস্ট ইনিংসে জেমস অ্যান্ডারসন শুরুতেই ফেরান ক্রেইগ ব্র্যাথহওয়েটকে (৪)। পরে পান আলিক অ্যাথানেজের উইকেটও। জেমস অ্যান্ডারসনের মত ২ টি করে শিকার গাস আটকিনসন ও বেন স্টোকসেরও।
৭৯ রানে ৬ উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। ১৭১ রানে পিছিয়ে থেকে ৩য় দিনে খেলতে নামবে তাঁরা, যা হতে চলেছে টেস্ট ক্রিকেটে অ্যান্ডারসনের শেষ দিন।
