Image

জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ হলেন এলটন চিগুম্বুরা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ হলেন এলটন চিগুম্বুরা

জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ হলেন এলটন চিগুম্বুরা

জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ হলেন এলটন চিগুম্বুরা

জেডসি ঘোষণা করেছে, প্রাক্তন অধিনায়ক এলটন চিগুম্বুরা জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব নেবেন। তার সাথে যোগ দিয়েছেন রাঙ্গারিরাই নরবার্ট মায়ান্দে; যিনি সহকারী কোচ এবং ব্যাটিং কোচের দ্বৈত ভূমিকা পালন করবেন। 

জেডসি এক বিবৃতিতে বলেছে, জিম্বাবুয়ের প্রাক্তন অধিনায়ক এলটন চিগুম্বুরাকে দেশের অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ নিযুক্ত করা হয়েছে। ২০০৪ সালে জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল চিগুম্বুরার। দেশের হয়ে খেলেছেন ১৪ টেস্ট, ২১৩ ওয়ানডে ও ৫৭ টি-টোয়েন্টি। 

সব মিলে জিম্বাবুয়েকে ৮০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন চিগুম্বুরা। ওয়ানডেতে ৪ হাজার রান (৪৩৪০ রান) ও ১০০ উইকেটের (১০১ উইকেট) কীর্তি রয়েছে তার। গ্র্যান্ট ফ্লাওয়ার ছাড়া জিম্বাবুয়ের হয়ে এই কীর্তি শুধু চিগুম্বুরারই। ২০১০ সালে জিম্বাবুয়ের অধিনায়কের দায়িত্ব পান। দলকে নেতৃত্ব দেন ২০১১ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপেও। পরে অবশ্য বাজে পারফরম্যান্সের জন্য সরে যেতে হয়েছিল। ২০১৪ সালে সংক্ষিপ্ত ফরম্যাটের দায়িত্ব পেয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন ২০১৬ সাল পর্যন্ত। 

১৪টি টেস্ট খেলা চিগুম্বুরা সর্বশেষ টেস্ট খেলেছেন বাংলাদেশের বিপক্ষে, ২০১৪ সালে চট্টগ্রামে। ২০১৮ সালে সর্বশেষ ওয়ানডেও খেলেছেন বাংলাদেশের বিপক্ষেই। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও বিভিন্ন সময়ে খেলেছেন এই অলরাউন্ডার। বিপিএল তো বটেই, খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগেও। নর্থাম্পটনশায়ারের হয়ে খেলেছেন ইংলিশ কাউন্টিতেও।

জিম্বাবুয়ের যুবাদের সহকারী কোচের চেয়ারে বসা মায়ান্দে নামিবিয়ার প্রতিনিধিত্ব করার আগে জিম্বাবুয়েতে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলেছিলেন। এছাড়া যুব দলের বোলিং কোচের দায়িত্বে থাকবেন দক্ষিণ আফ্রিকার সাবেক স্পিনার পল অ্যাডামস।

Details Bottom