সল্টের ব্যাটিং ঝড়ে কোলকাতার সহজ জয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে
সল্টের ব্যাটিং ঝড়ে কোলকাতার সহজ জয়

সল্টের ব্যাটিং ঝড়ে কোলকাতার সহজ জয়

সল্টের ব্যাটিং ঝড়ে কোলকাতার সহজ জয়

ফিল সল্টের কল্যাণে সহজ জয় তুলে নিল কোলকাতা নাইট রাইডার্স। আজ ইডেন গার্ডেন্সে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের দেওয়া ১৬২ রানের লক্ষ্যমাত্রা পেরোতে খুব বেশি কষ্ট করতে হয়নি কোলকাতাকে। বরং সল্টের অপরাজিত ৮৯ রানের ইনিংসে ১৫.৪ ওভারে ৮ উইকেট হাতে রেখে ম্যাচ জিতেছে কোলকাতা। 

টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে লক্ষ্ণৌ। ওপেনার কুইন্টন ডি কক দ্রুত ফিরলেও অধিনায়ক লোকেশ রাহুল কিছুটা ইনিংস নড় করার চেষ্টা করেন। যেখানে ২৭ বলে ৩৯ রান করেন এই ব্যাটার৷ 

মার্কাস স্টইনিস ও দিপক হুদার কাছ থেকে আশাহত হয়েছে লক্ষ্ণৌ। তবে আইয়ুশ বাদোনি ও নিকোলাস পুরান দলকে কিছুটা সম্মানজনক জায়গায় নিয়েছেন। যদিও বাদোনির ইনিংসে স্ট্রাইক রেট নিয়ে খুব বেশি সচেতনতা দেখা যায়নি। ২৭ বল খেলে ২৯ রান নিয়েছেন এই ব্যাটার। 

পুরান এদিকে ৪ ছক্কা ও ২ চারে ৪৫ (৩২) রান করেন। শেষপর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৬১ রানে থামতে হয় লক্ষ্ণৌকে। কোলকাতার হয়ে বল হাতে মিচেল স্টার্ক সর্বোচ্চ ৩ উইকেট সংগ্রহ করেছেন।

ঘরের মাটিতে ১৬২ রানের লক্ষ্যমাত্রা টপকাতে সময় নেয়নি কোলকাতা। ব্যাটিংয়ে যে দলটি বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে, সেটুকু যেন আবারও জানান দিল তারা। ওপেনিংয়ে নামা ইংলিশ ব্যাটার ফিল সল্ট একাই ভরসার জায়গা করে দিলেন। 

সুনীল নারাইন ফিরেছেন মাত্র ৬ বলে ৬ রান করে। সল্টের ব্যাট চলেছে চাবুকের মতো। তিনে নামা অংক্রিশ রঘুবংশীর ব্যাটেও রান আসেনি, ফিরেছেন ৭ রান করে। পরেরটুকু অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে সাথে নিয়ে সল্টের শেষ গল্পে আঁচড়। 

আইয়ার কেবল সমর্থন যুগিয়েছে। আর সল্ট খেলে গেছেন দৃষ্টিনন্দন সব শট। ফলে ২৬ বল বাকি থাকতেই সহজ জয় এসেছে কোলকাতার ঝুলিতে। অপরাজিত সল্টের ব্যাটে ৪৭ বলে ৮৯ রান আসে। যেখানে ১৪ টি চার ও ৩ টি ছয়ের মার ছিল। আইয়ার অপরাজিত ছিলেন ৩৮ বলে ৩৮ রান করে।