Image

নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করল শ্রীলঙ্কা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করল শ্রীলঙ্কা

নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করল শ্রীলঙ্কা

নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করল শ্রীলঙ্কা

ম্যাচ শুরুর আগে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে যাওয়ার সম্ভবনা তখনো বেঁচে ছিলো নেদারল্যান্ডসের। তার জন্য শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের পাশাপাশি নেপাল-বাংলাদেশ ম্যাচের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হতো ডাচদের। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ চলাকালীন ই নেপালকে হারিয়ে সুপার এইটে উঠে যায় বাংলাদেশ। ফলে স্বপ্ন ভঙ্গ হয় তাদের। তার কিছুক্ষণ বাদেই ডাচদের কফিনের শেষ পেরেক টা ঠুকে দেয় লঙ্কনরা।

সোমবার গ্রস আইলেটে ড্যারেন স্যামি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে ৮৩ রানে হেরেছে নেদারল্যান্ডস। এ ম্যাচে ২০ ওভারে ৬ উইকেটে ২০১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। তাড়া করতে নেমে ১৬.৪ ওভারে ১১৮ রানে অলআউট হয় ডাচরা

টসে হেরে আগে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার পাথুম নিসাঙ্কাকে হারায় শ্রীলঙ্কা । ২য় উইকেট জুটিতে কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস মিলে ৩০ বলে ৩৯ রানের জুটি গড়েন। ২০ বলে ১৭ রান করে কামিন্দু আউট হলে ভাঙে এই জুটি। ধনঞ্জয়া ডি সিলভা করেন ৩৪ রান।

শেষদিকে ২১ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন আসালাঙ্কা। ষষ্ঠ উইকেটে হাসারাঙ্গার সঙ্গে ১৪ বলে ৩৫ রানের জুটি গড়েন অ্যাঞ্জেলো ম্যাথুস। ১৫ বলে ৩০ রানে অপরাজিত ছিলেন ম্যাথুস। ৬ বলে ২০ রানে অপরাজিত থাকেন হাসারাঙ্গা। 

বড় রান তাড়া করতে নেমে ভালো শুরু পেয়েছিল নেদারল্যান্ডস।  ওপেনিং জুটিতে তারা তোলেন ৪৫ রান। তারপর আর কেউ বড় সংগ্রহ করতে পারেননি। উইকেটে চলছিলে আসা যাওয়ার মিছিল। ধীরে ধীরে তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে ডাচদের ব্যাটিং। ৮২ রানের মধ্যেই ডাচরা হারিয়ে ফেলে ৭ উইকেট। অধিনায়ক স্কট এডয়ার্ডস ও লেভিট ডাচদের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন। নেদারল্যান্ডস অলআউট হয়ে যায় ১১৮ রানে। ফলে লঙ্কানরা জয় পায় ৮৩ রানের।

শ্রীলঙ্কার হয়ে ২৪ রানে ৩ উইকেট নেন নুয়ান থুশারা। ২ টি করে উইকেট নেন মাথিশা পাথিরানা ও হাসারাঙ্গা।  ম্যাচসেরা হন আসালাঙ্কা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three