ধোনি না রুতুরাজ, দ্বিধায় থাকেন দীপক চাহার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ধোনি না রুতুরাজ, দ্বিধায় থাকেন দীপক চাহার

ধোনি না রুতুরাজ, দ্বিধায় থাকেন দীপক চাহার

ধোনি না রুতুরাজ, দ্বিধায় থাকেন দীপক চাহার

চেন্নাই সুপার কিংসে অধিনায়কের বদল এসেছে। মহেন্দ্র সিং ধোনির জায়গা নিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। তবে মাঠে ধোনির জায়গা নেওয়া সহজ কথা নয়। ধোনির ভাবনা ও পরিকল্পনা এখনো কাজে লাগছে মাঠের ক্রিকেটে। রুতুরাজ পরামর্শ করছেন এই সাবেক অধিনায়কের সাথে। ধোনির মাথা যেকোনো ক্রিকেট মাঠের জন্যই প্রয়োজন, এ তো সরল স্বীকারোক্তি। এদিকে রুতুরাজ ও ধোনি- দুজনের পরামর্শে চলা মাঠ নিয়ে মধুর যন্ত্রণাতে পড়ে যান দীপক চাহার। 

ধোনির জন্য হয়ত এটাই শেষ আইপিএল। এবারের আসর খেলবেন কি না, তাই নিশ্চিত ছিল না। তবে সেই অনিশ্চয়তা কাটিয়ে ঠিকই চেন্নাইয়ের হলুদ জার্সিতে উইকেটের পেছনে দেখা যায় ধোনিকে। নেতৃত্ব থেকে হালকা হয়েছেন। তবে তাতে দায়িত্ব কমে যায়নি।

রুতুরাজের কাছে এখন চেন্নাইয়ের আর্মব্যান্ড। মাঠের ক্রিকেটে রুতুরাজকে সাহায্য করেন ধোনি। চেন্নাইয়ের পেসার চাহার তাই কিছুটা দ্বিধায় পড়ে যান। মাঝেমধ্যে তাকাতে হয় ধোনির দিকে, তো মাঝেমধ্যে রুতুরাজের দিকে। 

এই পেসার বলেন, “আমি মাহি (মহেন্দ্র সিং ধোনি) ও রুতুরাজ- দুজনের দিকেই তাকাই। তাঁরা দুজনেই ইদানীং ফিল্ডিং সাজিয়ে যাচ্ছেন। এখানে একটু দ্বিধা হয় যে, এখন কোথায় তাকাতে হবে। তবে রুতুরাজ বেশ ভালো করছে এবং সে নেতৃত্ব দিয়ে যাচ্ছে।“ 

চেন্নাই আইপিএলের সর্বশেষ চ্যাম্পিয়ন দল। এর আগে ৫ বার ট্রফি তুলে ধরেছে তাঁরা। এবারের টুর্নামেন্টেও আশাব্যঞ্জক শুরু করেছে দলটি। উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে জয়ের পর গতকালের ম্যাচেও জয় পেয়েছে তাঁরা। গুজরাট টাইটান্সকে বল ও ব্যাটে উড়িয়ে দিয়েছে। ফলে ছন্দে যে আছে হলুদ জার্সিধারী দলটি, এতে কোনো সন্দেহ নেই। এখন সামনে তাকানোর পালা।