খুলনাকে হতাশ করে ফাইনালে রংপুরের সঙ্গী হল ঢাকা মেট্রো
- 1
ঢাকায় এসিসির সভা, ভারতের সাথে বৈঠক বর্জনের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান-শ্রীলঙ্কাও
- 2
শেষ ওভারে গিয়ে ৮ রানে জিতল বাংলাদেশ, আর তাতেই সিরিজ জয়
- 3
মাইলস্টোন স্কুল ছাত্রদের জন্য বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ উৎসর্গ করল বিসিবি
- 4
এক ম্যাচ জিতে আবার টস হারলেন লিটন, একাদশে দুই পরিবর্তন
- 5
উত্তরায় স্কুলে বিমান–দুর্ঘটনায় নিহতদের জন্য লিটনদের জয় উৎসর্গ

খুলনাকে হতাশ করে ফাইনালে রংপুরের সঙ্গী হল ঢাকা মেট্রো
খুলনাকে হতাশ করে ফাইনালে রংপুরের সঙ্গী হল ঢাকা মেট্রো
খুলনাকে ৩৮ রানে হারিয়ে এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে পৌছে গেছে ঢাকা মেট্রো। ঢাকা মেট্রোর দেয়া ১১৯ রানের জবাবে মাত্র ৮১ রানেই থেমে যায় খুলনার ইনিংস। শিরোপা জোতার লড়াইয়ে ফাইনালে রংপুরের মুখোমুখি হবে ঢাকা মেট্রো।
শনিবার দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে ঢাকা মেট্রো। ৪০ রানের ওপেনিং জুটি ভেঙে ব্যক্তিগত ১৪ রানে আউট হন ইমরানুজ্জামান।
শেখ পারভেজ জীবনের জোড়া আঘাতে দ্রুতই কয়েকটি উইকেট পড়লেও এক প্রান্ত আগলে রেখেছিলেন ঢাকা মেট্রোর অধিনায়ক নাইম শেখ। দলীয় ৬৮ রানে ৬ উইকেট হারায় ঢাকা মেট্রো। তারপর শহিদুল ইসলামকে নিয়ে জুটি গড়ে লড়াইয়ের পুঁজি সংগ্রহ করে নাইম শেখ
নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে ঢাকা মেট্রো। নাইম শেখ করেন ৫৩ বলে ৫৭ রান। তার ইনিংসে ছিলো ৬ টি চার ও ১ টি ছয়।
খুলনার হয়ে ২ টি করে উইকেট শিকার করেন পারভেজ জীবন, মাসুম খান টুটুল এবং মেহেদী হাসান রানা। ৪ ওভারে ৩৫ রান দিয়ে মাত্র ১ টি উইকেটের দেখা পান মুস্তাফিজুর রহমান।
১২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই ২ উইকেট হারিয়ে ফেলে খুলনা। ডাক মেরে ফেরেন আজিজুল হাকিম তামিম ও ইমরুল কায়েস। দলীয় ২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে খুলনা।
চতুর্থ উইকেটে ২১ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করার চেষ্টা করেন এনামুল হক বিজয় ও কাজী নুরুল হাসান সোহান। ১৬ রানে আউট হন বিজয়। ১৮ বলে ২২ রান করে আউট হন সোহানও।
শেষের দিকে পারভেজ জীবনের ১৫ ও মাসুম খানের ১৬ রানেও ঢাকা মেট্রোর দেয়া লক্ষ্যে ধারেকাছে পৌছাতে পারেনি খুলনা। ৮১ রানেই গুটিয়ে যায় খুলনার ইনিংস।
ঢাকা মেট্রোর হয়ে ৩ টি উইকেট পান মোসাদ্দেক হোসেন সৈকত, ২ টি করে উইকেট পান রাকিবুল হাসান, এবং মারুফ মৃধা। ৪ ওভারে মাত্র ৫ রান খরচে ১ উইকেট নেন আলিস আল ইসলাম।