রংপুরের বোলারদের সামনে দিশেহারা ঢাকা মেট্রোর ব্যাটাররা
রংপুরের বোলারদের সামনে দিশেহারা ঢাকা মেট্রোর ব্যাটাররা
রংপুরের বোলারদের সামনে দিশেহারা ঢাকা মেট্রোর ব্যাটাররা
এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে ব্যাটিং বিপর্যয়ে রংপুরকে ৬৩ রানের লক্ষ্য দিয়েছে ঢাকা মেট্রো। মুকিদুল ইসলাম মুগ্ধ এবং আলাউদ্দিন বাবুর বোলিং তোপে শুরু থেকেই উইকেট বিলিয়ে দিতে থাকে ঢাকা মেট্রোর ব্যাটাররা। শেষ পর্যন্ত ১৬.৩ ওভারে মাত্র ৬২ রানে অলআউট হয় ঢাকা মেট্রো।
মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে নাইম শেখের ঢাকা মেট্রো। প্রথম ওভারে বোলিং করতে এসে ইমরানুজ্জামানকে ৪ রানে তুলে দেন মুগ্ধ। পরের ওভারে রানের খাতা খোলার আগেই নাইম শেখকে ফেরান আলাউদ্দিন বাবু।
নিজের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে আবারো ঢাকা মেট্রোর ব্যাটারদের উপর আঘাত হানেন মুগ্ধ। এবার তার শিকার আনিসুল ইসলাম। ঠিক তার পরের বলেই আমিনুল ইসলাম বিপ্লবকে ফেরান মুগ্ধ। পরের বলে হ্যাটট্রিকের সুযোগ থাকলেও তা হয়নি।
মাত্র ১৬ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে ঢাকা মেট্রো। দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শামসুর রহমান শুভ। ১৩ রান করেন আবু হায়দার রনি। আর কেউ করতে পারেনি দুই অঙ্কের রান। ১৬.৩ ওভারে মাত্র ৬২ রানে গুটিয়ে যায় ঢাকা মেট্রো।
রংপুরের হয়ে ১২ রান খরচা করে ৩ টি উইকেন নেন মুগ্ধ। সমান সংখ্যক রান দিয়ে ৩ টি উইকেট নেন আলাউদ্দিন বাবু।