ডেসমন্ড হেইন্স যুক্ত হলেন আইসিসির মেন্স ক্রিকেট কমিটিতে

ডেসমন্ড হেইন্স যুক্ত হলেন আইসিসির মেন্স ক্রিকেট কমিটিতে
ডেসমন্ড হেইন্স যুক্ত হলেন আইসিসির মেন্স ক্রিকেট কমিটিতে
ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ডেসমন্ড হেইন্স আইসিসি ক্রিকেট কমিটির সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ কমিটিতে ক্যারিবিয়ান প্রতিনিধিত্ব বজায় থাকল।
হেইন্স এই পদে আসেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ও ক্রিকেট প্রশাসক রজার হার্পারের মেয়াদ শেষ হওয়ার পর। তিনি ২০২২ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি ডঃ কিশোর শ্যালো বলেন, "ডেসমন্ড হেইন্সের এই নিয়োগ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য একটি গর্বের মুহূর্ত। তিনি শুধু কিংবদন্তি ব্যাটার ই নন, একজন দক্ষ প্রশাসক হিসেবেও তাঁর অভিজ্ঞতা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য মূল্যবান সম্পদ হয়ে উঠবে।"
তিনি আরও বলেন, "আমরা রজার হার্পারকে তার তিন বছরের নিষ্ঠাবান সেবার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আইসিসি পর্যায়ে তিনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের মর্যাদা অক্ষুণ্ন রেখেছেন।"
আইসিসি ক্রিকেট কমিটি আন্তর্জাতিক ক্রিকেটের খেলার নীতিমালা, প্রযুক্তি প্রয়োগ, আম্পায়ারিং মান এবং বল করার পদ্ধতি নিয়ে সুপারিশ প্রদান করে থাকে। কমিটির সদস্যরা তিন বছরের জন্য নিযুক্ত হন এবং টানা তিনটি মেয়াদে কাজ করার সুযোগ পান।
ডেসমন্ড হেইন্স ১৯৭৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ১১৬টি টেস্ট ও ২৩৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। টেস্টে তাঁর সংগ্রহ ৭৪৮৭ রান এবং ওয়ানডেতে ৮৬৪৮ রান, যেখানে রয়েছে যথাক্রমে ১৮ ও ১৭টি শতরান। তিনি ১৯৭৯ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের সদস্য এবং ২০২১ সালে আইসিসি হল অব ফেমে অন্তর্ভুক্ত হন।