Image

তানজিদ হাসান তামিম সঠিক পথেই আছেন বলছেন ডেভিড হেম্প

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
তানজিদ হাসান তামিম সঠিক পথেই আছেন বলছেন ডেভিড হেম্প

তানজিদ হাসান তামিম সঠিক পথেই আছেন বলছেন ডেভিড হেম্প

তানজিদ হাসান তামিম সঠিক পথেই আছেন বলছেন ডেভিড হেম্প

এলেন, দেখলেন, জয় করলেন- আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই কথা তানজিদ হাসান তামিমের সঙ্গে বেশ যায়। অভিষেকেই ম্যাচ জেতানো ইনিংস, জিম্বাবুয়ের বিপক্ষে ৪৭ বলে অপরাজিত ৬৭ রান করার পথে গড়েছেন রেকর্ড। 

বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকে সর্বোচ্চ বাউন্ডারি (১০) হাঁকানো ক্রিকেটার এখন তিনি। জুনায়েদ সিদ্দিকীর পর ২য় বাংলাদেশি যিনি কিনা অভিষেকে ৫০ ছাড়ানো ইনিংস খেলেছেন। 

 

দারুণ বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) কাটানো তানজিদ হাসান তামিম ডিপিএল (ঢাকা প্রিমিয়ার লিগ) এও দ্রুত রান তুলেছেন। আর সেই ফর্ম টেনে এনেছেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে। এখন বিবেচনায় নিশ্চিতভাবেই আছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য তানজিদ হাসান তামিম এর আগে বড়দের বিশ্বকাপ খেলে ফেলেছেন। ভারতে ২০২৩ বিশ্বকাপে টাইগারদের ওপেনার ছিলেন তিনিই। তানজিদ তামিমের অভিজ্ঞতা নিয়ে তাই কোন ইস্যু নেই। 

চট্টগ্রামে টাইগারদের ব্যাটিং কোচ ডেভিড হেম্প আজ (৪ মে) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁর সম্পর্কে বলেন, 'সে (তানজিদ হাসান তামিম) উন্নতি করছে। সে ৫০ ওভারের বিশ্বকাপেও খেলেছে। সে এইচপি প্রোগ্রামের আওতায় ছিল ফলে আমার তাঁকে আগে দেখার অভিজ্ঞতা আছে। সে প্রতি সপ্তাহে, প্রতি মাসেই এগোচ্ছে। আগের চেয়ে ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে।' 

প্রশংসা করলেও ডেভিড হেম্প এও মানছেন জুনিয়র তামিমের উন্নতির জায়গা আছে এখনো। 

 

তাঁর ভাষ্যমতে, 'তাঁর এখনও উন্নতির অনেক জায়গা আছে। তবে তরুণ ক্রিকেটারদের নিজের শক্তির জায়গা প্রয়োগ করে ভালো করতে দেখার বিষয়টি দারুণ। বর্তমানে সে সঠিক পথেই এগোচ্ছে।' 

বাংলাদেশের পক্ষে ১৫ ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি খেলেছেন তানজিদ হাসান তামিম। রান করেছেন যথাক্রমে ২৬৩ ও ৬৭। ২৩ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটারের মধ্যে ভবিষ্যত দেখছে টাইগার ম্যানেজমেন্ট। 

Details Bottom