Image

বিপিএল প্লেয়ার্স ড্রাফটে 'এ' ও 'বি' ক্যাটাগরিতে যারা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিপিএল প্লেয়ার্স ড্রাফটে 'এ' ও 'বি' ক্যাটাগরিতে যারা

বিপিএল প্লেয়ার্স ড্রাফটে 'এ' ও 'বি' ক্যাটাগরিতে যারা

বিপিএল প্লেয়ার্স ড্রাফটে 'এ' ও 'বি' ক্যাটাগরিতে যারা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের প্লেয়ার্স ড্রাফটের আগে প্রকাশ হয়েছে স্থানীয় খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মোট ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারদের ৬টি ক্যাটাগরিতে ভাগ করেছে। বিপিএলের সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন মোট ১২ ক্রিকেটার, তারা আছেন 'এ' শ্রেণিতে। 

সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ ডিসেম্বর পর্দা উঠবে  বিপিএলের ১১তম আসরের। এর আগে ১৪ অক্টোবর বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটের জন্য ৬টি শ্রেণিতে ১৮৮ জন স্থানীয় খেলোয়াড়ের নাম চূড়ান্ত করেছে বিসিবি। এ ও বি শ্রেণিতে যথাক্রমে রয়েছে ১২ জনের নাম। 

‘এ’ শ্রেণির ক্রিকেটারদের পারিশ্রমিক সর্বোচ্চ ৬০ লাখ টাকা। ‘বি’ শ্রেণিতে থাকা ক্রিকেটাররা পাবেন ৪০ লাখ টাকা ও ‘সি’ শ্রেণিতে ২৫ লাখ টাকা। ‘ডি’, ‘ই’ ও ‘এফ’ শ্রেণির পারিশ্রমিক ২০, ১৫ ও ১০ লাখ টাকা রাখা হয়েছে।

ক্যাটাগরি 'এ'- লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়। 

ক্যাটাগরি 'বি'-আফিফ হোসেন ধ্রুব, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, জাকের আলি অনিক, মাশরাফি বিন মর্তুজা, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব। 

চূড়ান্ত হয়েছে বিপিএলের সাত ফ্র্যাঞ্চাইজির নামও। কুমিল্লা ভিক্টোরিয়ানসের জায়গায় এবার নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী।

Details Bottom
Details ad One
Details Two
Details Three