বিপিএল ২০২৫: দুর্বার রাজশাহী
-
1
গৌহাটিতে দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক জয়: ৪০৮ রানে ভারতের লজ্জার পরাজয়
-
2
ব্যাটিং বিপর্যয়ে আয়ারল্যান্ডের কাছে টাইগারদের বিশাল হার
-
3
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ: একাদশে জাকের, বাদ সোহান
-
4
আয়ারল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ
-
5
ব্যাটিং ব্যর্থতার রাতেও হৃদয়ের লড়াকু ইনিংস, সমালোচনা ও দলের চ্যালেঞ্জ নিয়ে যা বললেন হৃদয়
বিপিএল ২০২৫: দুর্বার রাজশাহী
বিপিএল ২০২৫: দুর্বার রাজশাহী
নতুন ফ্র্যাঞ্চাইজির অধীনে এবারের বিপিএলে আসা দুর্বার রাজশাহী প্লেয়ার্স ড্রাফট থেকে দলে নিয়েছে ১২ জন ক্রিকেটার। এর আগে কেবল সরাসরি চুক্তিতে তারা দলে যুক্ত করে এনামুল হক বিজয়কে। জিশান আলমকে প্রথমে ডিরেক্ট সাইনিংয়ে নেওয়ার কথা থাকলেও সবাইকে চমকে দিয়ে ড্রাফট থেকে তাকে কিনে ২০ লাখ টাকার মূল্যে।
এবাবের বিপিএলে এখন পর্যন্ত অপেক্ষাকৃত সবচেয়ে দুর্বল দল সাজিয়েছে দুর্বার রাজশাহী। ১৩ সদস্যের রাজশাহীর স্কোয়াডকে তুলনামূলক ‘দুর্বল’ বলতে হচ্ছে। বিদেশি যে দু'জন খেলোয়াড়কে ড্রাফট থেকে নেওয়া হল- পাকিস্তানের সাদ নাসিম ও শ্রীলঙ্কার লাহিরু সামারাকন।
ড্রাফট থেকে দলে নেওয়া ক্রিকেটারদের মধ্যে চমক কেবল তাসকিন আহমেদের নাম। বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয় দলে খেলা ক্রিকেটারদের মধ্যে তাসকিন ছাড়া কেউ নেই রাজশাহীর দলে। তবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলির সাথে আছেন তরুণ আগ্রাসী ব্যাটার জিশান আলম।
ইয়াসির আলি চৌধুরী রাব্বির সাথে এই দলে শফিউল ইসলাম, সানজামুল ইসলামও খেলবেন।
দুর্বার রাজশাহী-
এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলি রাব্বি, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এম মেহেরব হোসেন, আকবর আলি, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ অন্তর।
সাদ নাসিম (পাকিস্তান), লাহিরু সামারাকন (শ্রীলঙ্কা)।
