বাংলাদেশ দলের সূচির সঙ্গে সাংঘর্ষিক পিএসএল
- 1
৬ ভেন্যু, ২ ডাবল হেডার- আইপিএলের বাকি অংশের সূচি প্রকাশ
- 2
মিচেল-কারেন ও পাকিস্তানকে নিয়ে মন্তব্য; এবার ক্ষমা চাইলেন রিশাদ
- 3
বাংলাদেশকে পাকিস্তান সফরের নতুন সূচি পাঠালো পিসিবি
- 4
যু'দ্ধবিরতির খবর শুনে ‘অস্ট্রেলিয়ার বিমান থেকে নেমে পড়েন’ পন্টিং, থাকেন ভারতেই
- 5
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের অস্ট্রেলিয়া স্কোয়াড ঘোষণা, ফিরলেন তারকারা

বাংলাদেশ দলের সূচির সঙ্গে সাংঘর্ষিক পিএসএল
বাংলাদেশ দলের সূচির সঙ্গে সাংঘর্ষিক পিএসএল
পাকিস্তান সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ১৭ মে থেকে পিএসএল পুনরায় শুরু হলে টাইগারদের পাকিস্তান সফরে প্রভাব ফেলবে। পিএসএলের বাকি অংশের জন্য যে তারিখ ঘোষণা করা হয়েছে, সেটা বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সূচির সঙ্গে সাংঘর্ষিক।
ভারত-পাকিস্তান অস্থিরতা কেটেছে, আবারও মাঠে ফিরতে শুরু করেছে ক্রিকেট। স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগ ২০২৫ এর বাকি অংশ শুরুর দিনক্ষণ জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। আইপিএলের মতো একই দিনে পিএসএলও আগামী ১৭ মে পুনরায় শুরু। ফাইনাল ম্যাচ ২৫ মে তারিখে অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
নতুন সূচিতে যেদিন পিএসএল ফাইনাল, সেদিনই বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ফয়সালাবাদে। পিএসএলের সূচি পরিবর্তিত হওয়ায় তাই স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সূচিতেও আসবে পরিবর্তন।
বাংলাদেশ দলের ২১ মে পাকিস্তানে পৌঁছানোর কথা এবং ২৫ মে থেকে শুরু পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ। যার মধ্যে প্রথম দুটি ফয়সালাবাদে এবং বাকি তিনটি লাহোরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর আগে জানিয়েছে, পাকিস্তান সফর নিয়ে তারা পিসিবির সঙ্গে 'আলোচনা চালিয়ে যাচ্ছে।'
ভারতের সাথে সীমান্ত উত্তেজনা বৃদ্ধির কারণে স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগের এখনও আটটি খেলা বাকি আছে। পাকিস্তানেই হবে টুর্নামেন্টের বাকি ৮টি ম্যাচ। লিগ পর্বের বাকি চারটি ম্যাচ ও প্লে-অফ পর্বের ম্যাচগুলোর জন্য ভেন্যু নির্ধারণ করা হয়েছে রাওয়ালপিন্ডি ও লাহোর।
পাকিস্তান সফরের ভবিষ্যৎ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিসিবি। তবে সামগ্রিক বিষয় চিন্তা করে বিসিবি পাকিস্তানে দল পাঠাবে কি না, সেই প্রশ্নটাই বড় হয়ে দেখা দিয়েছে। পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড।