Image

এবার ১০৪ রানের জয়ে দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিতল বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 8 ঘন্টা আগেআপডেট: 39 মিনিট আগে
এবার ১০৪ রানের জয়ে দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিতল বাংলাদেশ

এবার ১০৪ রানের জয়ে দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিতল বাংলাদেশ

এবার ১০৪ রানের জয়ে দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিতল বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ১০৪ রানের দাপুটে জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে আজিজুল হাকিম তামিমের দল।

শনিবার বেনোনিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা খুব ভালো না হলেও, মিডল অর্ডারে দৃঢ়তায় গড়ে ওঠে বড় সংগ্রহ। অধিনায়ক আজিজুল হাকিম তামিম খেলেন ৬৭ রানের পরিণত ইনিংস। জাওয়াদ আবরার (৫৭) ও রিজান হোসেন (৫২) রানের অবদান রাখেন গুরুত্বপূর্ণ সময়ে। নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশ যুবাদের স্কোর দাঁড়ায় ২৬৫/৬।

জবাবে ২৬৬ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বোলাররা আক্রমণাত্মক লাইন-লেংথ বজায় রেখে একের পর এক উইকেট তুলে নেন। স্বাধীন ইসলাম, আল ফাহাদ ও তামিম সমানভাবে ভাগাভাগি করে নেন দুটি করে উইকেট। দক্ষিণ আফ্রিকার পক্ষে একমাত্র লড়াই করেন জেসন রোলস, ৫১ রানের ইনিংস খেলেন তিনিই। বাকিরা বড় জুটি গড়তে ব্যর্থ হন।

সব মিলিয়ে ১৬১ রানেই থেমে যায় স্বাগতিকদের ইনিংস। এতে সহজেই ১০৪ রানের জয় তুলে নেয় বাংলাদেশ।

সিরিজ জয় নিশ্চিত করলেও সামনে এখন টাইগার যুবারা তাকিয়ে হোয়াইটওয়াশের দিকে। সফরের শেষ ম্যাচে সেই লক্ষ্যে মাঠে নামবে তারা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three