Image

লিটন দাসের দল টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ৯ নম্বরে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 7 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
লিটন দাসের দল টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ৯ নম্বরে

লিটন দাসের দল টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ৯ নম্বরে

লিটন দাসের দল টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ৯ নম্বরে

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সোমবার প্রকাশ করেছে ২০২৫ সালের হালনাগাদ টি-টোয়েন্টি র‍্যাংকিং। সর্বশেষ র‍্যাংকিং অনুযায়ী, বাংলাদেশ ৩৮টি ম্যাচ খেলে ৮৫৩৮ পয়েন্ট অর্জন করে রেটিংয়ে ২২৫ পেয়ে নবম অবস্থানে রয়েছে।

র‍্যাংকিংয়ে শীর্ষে রয়েছে ভারত, যাদের রেটিং ২৭১। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া (রেটিং ২৬২) ও ইংল্যান্ড (রেটিং ২৫৪)। দক্ষিণ এশিয়ার অপর দুই দল, পাকিস্তান (রেটিং ২২৮) ও শ্রীলঙ্কা (রেটিং ২৩৫), যথাক্রমে অষ্টম ও সপ্তম স্থানে রয়েছে।

বাংলাদেশের নিচে অবস্থান করছে আফগানিস্তান (রেটিং ২২৩) ও আয়ারল্যান্ড (রেটিং ২০২)।  র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান আপাতদৃষ্টিতে স্থিতিশীল হলেও প্রতিদ্বন্দ্বী দলগুলোর সঙ্গে ব্যবধান খুব বেশি নয়।

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ নিয়মিত অংশ নিলেও, ম্যাচ পরিকল্পনা, স্ট্রাইক রেট, এবং শেষ মুহূর্তের ফিনিশিংয়ের ঘাটতি দলকে বড় সাফল্য থেকে বঞ্চিত করছে। বিশেষ করে ব্যাটিং লাইনআপের অনিয়মিত পারফরম্যান্স তাদের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি বাংলাদেশের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক হিসাবে লিটন কুমার দাসের নাম ঘোষণা করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three