'এখন আমাদের শুধু উইকেট নিতে হবে...'
'এখন আমাদের শুধু উইকেট নিতে হবে...'
'এখন আমাদের শুধু উইকেট নিতে হবে...'
রাওয়ালপিন্ডি টেস্টে দুর্দান্ত ভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। চতুর্থ দিনশেষে এখনো বাংলাদেশের লিড ৯৪ রানের। শেষদিকে আবার প্রতিপক্ষের ১ উইকেট তুলে নিয়েছেন টাইগার পেসার শরিফুল ইসলাম। প্রথম ইনিংসে বাংলাদেশ ৫৬৫ রান করলে দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ২৩ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করে পাকিস্তান। রবিবার টেস্টের শেষ দিনে ব্যাটিংয়ে নামবে পাকিস্তান। বরাবরের মত দিনের প্রথম সেশনটা খুব গুরুত্বপূর্ণ।
পাকিস্তানি ব্যাটারদের দ্রুত উইকেট তুলে নিতে পারলে ভালো কিছুর আশা রাখতে পারে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও মনে করেন এমন কিছু। চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে এসে প্রথম সেশনের গুরুত্ব তুলে ধরে মিরাজ বলেন,
"প্রথম সেশনে যদি ভালো জায়গায় বল করি এবং দ্রুত উইকেট নিতে পারি তখন কিন্তু আমাদের জন্য সুবিধা থাকবে। আমরা ভালো একটা লিডও পেয়েছি। এখন আমাদের শুধু উইকেট নিতে হবে, ভালো জায়গায় বল করতে হবে। বোলাররা যেভাবে শেষ ঘণ্টায় বল করেছে, আমার খুব ভালো লেগেছে। স্লিপে ফিল্ডিং করছিলাম। কালকে আশা করি যে ভালো বোলিং করবে।"
চতুর্থ দিন শেষে পাকিস্তানের চেয়ে এখনো ৯৪ রানে এগিয়ে আছে বাংলাদেশ। জয়ের ব্যাপারে কি ভাবছেন এই প্রশ্নের উত্তরে মিরাজ বলেন, "আলহামদুলিল্লাহ। দেখেন যে আমাদের ব্যাটাররা খুবই ভালো ব্যাটিং করেছে। যেহেতু বোলিং করছি আমাদের ভালো সুযোগ আছে যদি আমরা চেষ্টা করি। "
টেস্ট ক্রিকেটে এখনো অনেক পিছিয়ে বাংলাদেশ। বড় রান করতে খুব একটা দেখা যায়না বললেই চলে। সেখান পাকিস্তানের মাটিতে পাঁচশর বেশী রান করা অনেক বড় অর্জন। আর এই অর্জনের কৃতিত্ব ব্যাটারদের। মিরাজ বলেন,
"আলহামদুলিল্লাহ। আমরা দারুণ খুশি। অনেক দিন পর আমরা ৫০০ রান করলাম। ছেলেরা দারুণ খেলেছে। বিশেষ করে সাদমান, ৯৩ রান করেছে সে। লিটন কুমার দাস যেভাবে খেলেছে দারুণ ছিল। মুশফিক ভাইও, ১৯১ রান করেছেন তিনি। আমি নিজেও।"
মুশফিকুর রহিমের সাথে ১৯২ রানের জুটি গড়েছেন মিরাজ। স্কোরবোর্ডে বড় রান যোগ করতে এই জুটি রেখেছে সবচেয়ে বড় অবদান। মুশফিকের সাথে জুটি প্রসঙ্গে মিরাজ বলেন,
"অবশ্যই। ভালো জুটি হয়েছে আমাদের দুজনের। মুশিকে কৃতিত্ব দিতে হবে। দারুণ করেছেন তিনি। । সবসময় তিনি আমাকে সাপোর্ট করেন। আমার সাথে কথা বলেন। দারুণ উইকেট ছিল। ভালো খেলতে থাকলে এখানে চালিয়ে যেতে হবে। আগামীকাল অবশ্যই ভালো সুযোগ আছে আমাদের। বোলাররা আজকে শেষ ঘন্টায় অনেক ভালো করেছে। কাল দারুণ সুযোগ আছে আমাদের, যদি দ্রুত উইকেট তুলে নিতে পারি তাহলে আমরা ভালো জায়গায় থাকতে পারব।"
পাকিস্তানিদের আতিথেয়তায় ধন্যবাদ জানিয়ে মিরাজ বলেন, "বিশেষভাবে পাকিস্তানিদেরকে ধন্যবাদ জানাতে চাইব। তাদের আতিথেয়তা দারুণ। উইকেট অনেক ভালো। অবশ্যই আমরা দারুণ খেলেছি। পাকিস্তানে বিশেষ করে আমি টেস্ট ম্যাচ খেলিনি আগে। আমি এখানে প্রথমবার টেস্ট খেললাম। এমন কন্ডিশনে ব্যাট করে আমি দারুণ খুশি।"