Image

বাংলাদেশে ওয়ানডে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশে ওয়ানডে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল

বাংলাদেশে ওয়ানডে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল

বাংলাদেশে ওয়ানডে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল

টানা দুই জয়ে তিন ম্যাচের বেসরকারি ওয়ানডে সিরিজটি এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করে রাখে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল। আজ তৃতীয় ও শেষ এক দিনের ম্যাচে ১৪ রানের জয় নিয়ে হোয়াইটওয়াশ থেকে বাঁচল জুনিয়র টাইগ্রেসরা। অলরাউন্ড পারফর্ম করে ম্যাচসেরার পুরষ্কার জিতলেন স্বর্ণা আক্তার। 

শেষ ওয়ানডে ১৪ রানে জিতে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচল বাংলাদেশ ইমার্জিং নারী দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লা. লে. শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টানা দুই পরাজয়ের পর স্বাগতিকরা পেল জয়ের দেখা। 

টসে জিতে আগে ব্যাটিং বেছে নেওয়া বাংলাদেশ ইমার্জিং নারী দল ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে পায় ২৫৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ। আগের দুই ম্যাচেও আগে ব্যাটিং করে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার কারণে দুই ম্যাচের একটিতেও দুইশো পর্যন্ত যেতে পারেনি। 

সিরিজের প্রথম ম্যাচে ১৭৯ রানে অলআউট হয়ে বাংলাদেশ ম্যাচ হারে ৫ উইকেটে। পরের ম্যাচে গুঁটিয়ে গেছে আরও কমে, মাত্র ১৫১ রান করতেই। শেষ ওভারের রোমাঞ্চে ২ উইকেটের জয় নিশ্চিত করে প্রোটিয়া মেয়েরা এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচ সিরিজের ট্রফি নিশ্চিত করে ফেলে। 

আজ ১৪ রানে জয় নিয়ে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচল জুনিয়র টাইগ্রেসরা। ২৫৩ রানের সংগ্রহ এনে দিতে ফিফটি হাঁকিয়ে অবদান রাখেন ওপেনার ইশমা তানজিম। ৮৩ বল খেলা ইশমা আউট হন ব্যক্তিগত ৫৭ রানে। তবে আরেক ওপেনার দিলারা দোলা ১ রানের বেশি করতে পারেননি। অধিনায়ক শারমিন সুলতানা আউট হন ৫ রানে। 

মাঝে সুমাইয়া আক্তার ৩৮, রুবায়া হায়দার ঝিলিক ৩৪, আফিয়া আসিমা ইরার ব্যাট থেকে আসে ৪৪ রান। শেষদিকে অবশ্য ৪১ রানের ক্যামিও খেলে দলের সংগ্রহ বড় করেন স্বর্ণা আক্তার। মাত্র ৩০ বল খেলা স্বর্ণা ৭ বাউন্ডারিতে সাজান এই গুরুত্বপূর্ণ ইনিংস।

স্বর্ণা এরপর বল হাতেও চমক দেখান। ১০ ওভারে মাত্র ৪১ রান খরচায় দখলে নেন সর্বোচ্চ ৩ উইকেট। ২৫৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে প্রোটিয়া ইমার্জিং নারী দলের থামে ২৩৯ রানে। আর তাতেই বাংলাদেশ পেল ১৪ রানের রোমাঞ্চকর এক জয়। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three