২৫০ রানের বেশি করতে পারবে বাংলাদেশ, বিশ্বাস হেড কোচের

২৫০ রানের বেশি করতে পারবে বাংলাদেশ, বিশ্বাস হেড কোচের
২৫০ রানের বেশি করতে পারবে বাংলাদেশ, বিশ্বাস হেড কোচের
পাকিস্তানে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের মেয়েদের সঙ্গে লড়তে হবে নিগার সুলতানাদের। বিশ্বকাপ বাছাইপর্ব মিশনে যাওয়ার আগে আশার কথা শুনিয়ে গেলেন বাংলাদেশ নারী দলের প্রধান কোচ সরোয়ার ইমরান। তার মতে, চ্যালেঞ্জিং সংগ্রহ পাওয়ার সামর্থ্য আছে দলের।
টাইগ্রেসদের হেড কোচ হিসেবে সরোয়ার ইমরানের প্রথম অ্যাসাইনমেন্ট আসন্ন এই নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব। গতকাল বাংলাদেশ দল পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছে। বিমানবন্দরে হেড কোচ বলে গেলেন, ২৫০ রানের বেশি করতে পারবে তার দলের ব্যাটাররা।
বাংলাদেশ নারী দলের প্রধান কোচ সরোয়ার ইমরান তার দল নিয়ে আত্মবিশ্বাসী,‘যদি ব্যাটিং উইকেট হয়, তাহলে ২৫০+ হবে। আমি আশা রাখি, ব্যাটসম্যানরা করতে সক্ষম হবে।’
এই মিশনে সবগুলো ম্যাচ জিতে বিশ্বকাপের টিকিট হাতে পাওয়ার আশা হেড কোচের, ‘ওখানে আমাদের পাঁচটি ম্যাচ আছে। আমরা একটি একটি করে সব কটি জিততে চাই। দুটি শক্তিশালী দল আছে আমাদের সঙ্গে, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। বাকিদেরও ছোট করে দেখতে চাই না। আমরা সবার সঙ্গে লড়াই করে একটির পর একটি ম্যাচ জিতে কোয়ালিফাই করতে চাই।’
টুর্নামেন্টে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা করবে। এই প্রতিযোগিতার শীর্ষ দুই দল ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এ খেলার সুযোগ পাবে।
বাংলাদেশ স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ইশমা তানজিম, দিলারা আক্তার, শরমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমনা, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফারজানা হক, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার ও রিতু মনি।