Image

সাকিবের দলে রাশিদ খান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সাকিবের দলে রাশিদ খান

সাকিবের দলে রাশিদ খান

সাকিবের দলে রাশিদ খান

জিম আফ্রো টি-টেন লিগ জয় করে আবুধাবি টি-টেন লিগ জয়ের লক্ষ্যে দল সাজাচ্ছে বাংলা টাইগার্স। চট্টগ্রামের ব্যাবসায়ী ইয়াসিন চৌধুরীর মালিকানাধীন ফ্রাঞ্চাইজি বাংলা টাইগার্স এই আসরেও ইতোমধ্যেই দলে ভিড়িয়েছেন সাকিব আল হাসানকে। দলের শক্তি আরো বাড়াতে সাকিবের সাথে যোগ দিচ্ছেন আফগান স্পিনার রাশিদ খানও।

বাংলা টাইগার্স টুর্নামেন্টের তৃতীয় আসর থেকেই খেলে আসছে আবুধাবী টি-টেন লিগে। প্লাটিনাম সাইনিং হিসেবে আফগান স্পিনার রশিদ খানকে দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স। গত আসরে চ্যাম্পিয়ন নিউইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে চুক্তিবদ্ধ হলেও খেলেননি এই আফগান লেগ স্পিনার। 

সাকিব, রাশিদ ছাড়াও এবারের আসরে দলটিতে আরো দেখা যাবে শ্রীলংকার দাসুন শানাকা এবং আয়ারল্যান্ডের জস লিটলকে। আরো আছেন ইফতিখার আহমেদ, হজরতউল্লাহ জাজাই, লিয়াম লিভিংস্টোনের মত তরকারা। আছেন ভারতীয় ব্যাটার দিনেশ কার্তিকও।

আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স অকশন। সেই অকশন থেকে আরো প্রয়োজনীয় ক্রিকেটার দলে ভিড়াবে বাংলা টাইগার্স। আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে আবুধাবি টি–টেনের অষ্টম আসর। চলবে ২ ডিসেম্বর পর্যন্ত।

Details Bottom
Details ad One
Details Two
Details Three