শ্রীলঙ্কা সফরে এক ওয়ানডে বেশি খেলবে অস্ট্রেলিয়া
- 1
পাকিস্তানের কাছে ৭ উইকেটের পরাজয়ের পরও বিশ্বকাপের অপেক্ষায় বাংলাদেশ
- 2
বিসিএসএ'র নেতৃত্বে নতুন রূপ: গঠিত হলো দুই বছরের কার্যনির্বাহী কমিটি
- 3
তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে জমকালো আয়োজনে সিংগাইরে জেপিএল’র ফাইনাল
- 4
জিতেও পারল না ওয়েস্ট ইন্ডিজ, বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
- 5
জিম্বাবুয়ের খোঁচার জবাবে শান্ত, নাহিদ রানা কেমন বোলার সেটা ম্যাচেই টের পাবে জিম্বাবুয়ে

শ্রীলঙ্কা সফরে এক ওয়ানডে বেশি খেলবে অস্ট্রেলিয়া
শ্রীলঙ্কা সফরে এক ওয়ানডে বেশি খেলবে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার আসন্ন শ্রীলঙ্কা সফর সূচিতে এসেছে পরিবর্তন। পূর্বের প্রকাশিত সূচিতে দুই টেস্টের সাথে ছিল কেবল একটি মাত্র ওয়ানডে ম্যাচ। এবার তা বেড়ে হয়েছে দুই ওয়ানডের সিরিজ।
টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দল শ্রীলঙ্কায় পৌঁছাবে আগামী ২৪ জানুয়ারি। ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টটি একই মাঠে ৬ থেকে ১০ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট অস্ট্রেলিয়ার নিশ্চিত হয়ে গিয়েছে ভারতের বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফির শেষেই। টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের প্রথম দুইয়ে থাকা নিশ্চিত অজিদের অথচ দক্ষিণ আফ্রিকাকে টপকে শীর্ষে ওঠা সম্ভব নয়। সুতরাং, সব দিক দিয়েই শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার কাছে নিছক নিয়ম রক্ষার হয়ে দাঁড়িয়েছে।
টেস্ট সিরিজের পর ১২ ও ১৪ ফেব্রুয়ারি কলম্বোতে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফর সূচি-
১ম টেস্ট- ২৯ জানুয়ারি, গল
২য় টেস্ট- ৬ ফেব্রুয়ারি, গল
১ম ওয়ানডে- ১২ ফেব্রুয়ারি, কলম্বো
২য় ওয়ানডে- ১৪ ফেব্রুয়ারি, কলম্বো।