চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কায় হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়া
- 1
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে ৩ নতুন মুখ, নেই টিম ডেভিড-স্টয়নিস
- 2
ঘরের মাঠে ভারত, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সিরিজ
- 3
টেস্ট দলের ক্যাপ্টেন্সি থেকে ব্র্যাথওয়েটের পদত্যাগ, টি-টোয়েন্টির নতুন অধিনায়ক হোপ
- 4
অভিষেক ওয়ানডে খেলে পরের ম্যাচ থেকে ছিটকে গেলেন উসমান খান
- 5
টানা চতুর্থ মেয়াদে লঙ্কান বোর্ড সভাপতি হলেন শাম্মি সিলভা

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কায় হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়া
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কায় হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়া
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শেষ করেছে অস্ট্রেলিয়া। চোট-আঘাতে জর্জরিত অস্ট্রেলিয়া দল প্রথম ওয়ানডেতে ৪৯ রানের পরাজয়ের পর আজ কলম্বোতে দেখল ১৭৪ রানের রেকর্ড ব্যবধানে। শ্রীলঙ্কার জন্য এটা স্মরণীয় এক জয়। দুই ম্যাচের ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কা জিতেছে ২-০ ব্যবধানে।
দুই ম্যাচের ওয়ানডে সিরিজের দু'টিতেই পরাজয়ের লজ্জায় ডুবল স্টিভ স্মিথের দল। কলম্বোয় দুই ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে স্বাগতিকেরা জিতল ৪৯ রানে। শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর বদলে আরও বড় পরাজয়ের গল্প লিখল অজিরা।
চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবে আয়োজিত এই সিরিজে অস্ট্রেলিয়া যেন পাত্তাই পেল না। কামিন্স-হ্যাজলউডরা ছিটকে পড়েছিলেন। তবে শেষ মুহূর্তে বাঁহাতি পেসার মিচেল স্টার্কও ব্যক্তিগত কারণে সরে দাঁড়ানোয় দলের চেহারাটা আরও বদলে গেছে। এ ছাড়া দলে নেই মার্কাস স্টয়নিস ও মিচেল মার্শ।
সব মিলিয়ে অস্ট্রেলিয়ার নিয়মিত একাদশ থেকে ৫ জন ক্রিকেটার না থাকায় শ্রীলঙ্কা সিরিজেই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের জন্য অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ।
এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা রান তুলেছিল ২৮১। জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে মাত্র ১০৭ করতেই। ওয়ানডে ক্রিকেটে উপমহাদেশে যা অস্ট্রেলিয়ার সর্বনিম্ন সংগ্রহ। সর্বোচ্চ ২৯ রান আসে অধিনায়ক স্টিভ স্মিথের ব্যাট থেকে।