আনশুল কাম্বোজের ১০ এ ১০, রঞ্জি ট্রফির ইতিহাসে ৩য়
আনশুল কাম্বোজের ১০ এ ১০, রঞ্জি ট্রফির ইতিহাসে ৩য়
আনশুল কাম্বোজের ১০ এ ১০, রঞ্জি ট্রফির ইতিহাসে ৩য়
রঞ্জি ট্রফির ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ টি উইকেট নিয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন হরিয়ানার আনশুল কাম্বোজ । ২৩ বছর বয়সী এই বোলার চৌধুরী বংশীলাল ক্রিকেট স্টেডিয়ামে কেরালার বিপক্ষে রঞ্জি ট্রফির ম্যাচে এই ইতিহাস গড়েন।
আনশুলের আগে রঞ্জি ট্রফিতে বাংলার প্রেমাংশু চ্যাটার্জি (১০/২০) এবং রাজস্থানের প্রদীপ সুন্দরম (১০/৭৮) এই কৃতিত্ব অর্জন করেছিলেন। চ্যাটার্জী ১৯৫৭ সালের জানুয়ারিতে আসামের বিপক্ষে প্রথম বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নেয়ার রেকর্ড গড়েন। এবং সুন্দরম ১৯৮৫ সালে বিদর্ভের বিপক্ষে দ্বিতীয় বোলার হিসেবে ১০ উইকেট পেয়েছিলেন।
আনশুল ৩০.১ ওভার বল করে ৪৯ রান খরচা করে ১০ উইকেট সংগ্রহ করেন। ফলে তৃতীয় দিনে কেরালা আটকে যায় ২৯১ রানে। সামগ্রিকভাবে ১৯ ম্যাচে ৫৭ টি উইকেট শিকার করেছেন আনশুল কাম্বোজ। তার গড় ২৪.১৪। বল হাতে উইকেট শিকার ছাড়াও, আনশুল ব্যাট হাতে মূল্যবান অবদান রেখেছেন। প্রথম-শ্রেণির ক্যারিয়ারে তার নামের পাশে ৩৫৮ রান রয়েছে
ঘরোয়া ক্রিকেটে আনশুলের দ্রুত উত্থান চোখে পড়ার মতো। তিনি সম্প্রতি ইমার্জিং এশিয়া কাপে ভারত 'এ' দলের হয়ে খেলেছেন এবং তিনটি ম্যাচে চার উইকেট নিয়েছেন। তিনি পাকিস্তান শাহিনদের বিপক্ষে ৩৩ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছিলেন।
ভারত 'সি' দলের হয়ে আনশুল ১৬ উইকেট নিয়েছিলেন এবং শীর্ষস্থানীয় উইকেট শিকারি হিসাবে দিলীপ ট্রফি শেষ করেছিলেন। ২০২৪ সালের আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেক হয় তার। উইকেট সংগ্রহ করেছেন ৩ ম্যাচে ২ টি।