প্রথমবার ওয়ানডেতে টাইগারদের ধবলধোলাই করল আফগানিস্তান
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
নিলামের আলো কাড়লেন মুস্তাফিজ, কেকেআরে রেকর্ড ৯.২০ কোটি
-
2
আইপিএল নিলামে নাম ডাকাই হয়নি পাঁচ বাংলাদেশির, তাসকিনকে নিতে আগ্রহ ছিল না কারও
-
3
কিপটে বোলিংয়ে বার্তা, বিগ ব্যাশের মঞ্চে রিশাদের অভিষেক
-
4
নিলাম শেষে এক নজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
-
5
তৃতীয় অ্যাশেজ টেস্টে কামব্যাক কামিন্স-লায়নের, বাদ ডগেট ও নেসার
প্রথমবার ওয়ানডেতে টাইগারদের ধবলধোলাই করল আফগানিস্তান
প্রথমবার ওয়ানডেতে টাইগারদের ধবলধোলাই করল আফগানিস্তান
আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হয়েছে বাংলাদেশের জন্য চরম লজ্জার মধ্য দিয়ে। তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের স্বীকার হয়েছে মেহেদী হাসান মিরাজের দল। শেষ ওয়ানডেতে ২০০ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আফগানিস্তান প্রথমে ৯ উইকেটে ২৯৩ রান করার পর টাইগারদের গুটিয়ে দেয় মাত্র ৯৩ রানে।
এ জয়ে আফগানিস্তান প্রতিশোধ নিলো ঠিক একই ব্যবধানে যেভাবে বাংলাদেশ জিতেছিলো টি-টোয়েন্টি সিরিজে।
ইব্রাহিম জাদরান (৫৮) ও মোহাম্মদ নবী (৫৩*) দুর্দান্ত দুই ইনিংসে আফগানদের ইনিংস গড়ে দেন। পরে পেসার বিলাল সামি নেন তার ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট, আর স্পিন জাদু দেখান রশিদ খান মাত্র তিন ওভারে তিন উইকেট তুলে নেন তিনি।
বাংলাদেশের ব্যাটিং ধস যেন এক চেনা দৃশ্য। পুরো সিরিজে যেমন ব্যর্থতা ছিল, শেষ ম্যাচেও ছিল সেই একই চিত্র। ওপেনার মোহাম্মদ নাইম ২৩ বল খেলে করেন মাত্র ৭ রান। একমাত্র সাইফ হাসান কিছুটা লড়াই করেন ৫৪ বলে ৪৩ রান করেন দুই চার ও তিন ছক্কায়। কিন্তু তার সঙ্গী কেউই টিকতে পারেননি।
নজমুল হোসেন শান্তর খারাপ ফর্ম চলতেই থাকে। বিলাল সামির বলে ইনসাইড এজে বোল্ড হয়ে ফেরেন তিনি। এরপর নামেন রশিদ খান। তার প্রথম বলেই তোহিদ হৃদয় এলবিডব্লিউ, পরের ওভারে গুগলিতে কেটে যান সাইফ হাসান। একের পর এক ব্যাটার আসেন, যান কেউই সামলাতে পারেননি আফগান স্পিন আক্রমণ।
মিরাজ ৬ রান করে উইকেট দেন, শামীম হোসেন রান আউট। এরপর নুরুল হাসান, তানভির ইসলাম, রিশাদ হোসেন সবাই ফিরেছেন সিঙ্গেল ডিজিটে। বিলাল সামি শেষ পর্যন্ত ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে গুঁড়িয়ে দেন ২৮তম ওভারেই।
এর আগে আফগানিস্তানের ইনিংসে উড়ন্ত সূচনা এনে দেন গুরবাজ (৪২) ও জাদরান দুজন মিলে প্রথম উইকেটে যোগ করেন ৯৯ রান। এরপর সাইফ হাসানের বোলিং আক্রমণনে কিছুটা বিপদে পড়লেও আফগান ব্যাটাররা ধৈর্য ধরে রান তুলতে থাকেন। শেষ দিকে মোহাম্মদ নবীর তাণ্ডবে ৪৪ রান আসে শেষ দুই ওভারে। নবীর শেষ মুহূর্তের ঝড়েই দল পায় ২৯৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ।
শেষ পর্যন্ত সেটাই হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য পাহাড়সম। ব্যাটে-বলে পুরো ম্যাচে আফগানিস্তান দেখিয়েছে আধিপত্য। বাংলাদেশের জন্য এটি কেবল পরাজয় নয়, এক গভীর সংকেত তাদের ওয়ানডে ক্রিকেটের বর্তমান অবস্থার।
