দুই নবাগত কানাডা ও যুক্তরাষ্ট্রের লড়াই জমালেন অ্যারন জোন্স
দুই নবাগত কানাডা ও যুক্তরাষ্ট্রের লড়াই জমালেন অ্যারন জোন্স
দুই নবাগত কানাডা ও যুক্তরাষ্ট্রের লড়াই জমালেন অ্যারন জোন্স
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল কানাডা ও যুক্তরাষ্ট্র। এটি ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপেরও প্রথম ম্যাচ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নবাগত দুই দল উপহার দিল দারুণ এক ম্যাচ। যে ম্যাচে শেষমেশ জয় তুলে নেয় স্বাগতিক যুক্তরাষ্ট্র, ম্যাচসেরা ডালাসে ছক্কাবৃষ্টি নামানো অ্যারন জোন্স।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান করে কানাডা। বড় লক্ষ্য ১৪ বল ও ৭ উইকেট হাতে রেখেই টপকে যায় যুক্তরাষ্ট্র।
কানাডা ওপেনার নাভনিত ধালিওয়াল ও চারে নামা নিকোলাস কার্টন ফিফটির দেখা পান। ৪৪ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৬১ রান করেন ধালিওয়াল। ৩১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫১ রান আসে নিকোলাসের ব্যাট থেকে।
শেষদিকে শ্রেয়াস মোভভা ১৬ বলে অপরাজিত ৩২ রান করলে ২০০ ছুঁইছুঁই সংগ্রহ পায় কানাডা। যুক্তরাষ্ট্রের পক্ষে ১ টি করে উইকেট নেন আলি খান, হারমীত সিং, কোরি অ্যান্ডারসন।
জবাব দিয়ে নেমে ইনিংসের ২য় বলেই ওপেনার স্টিভেন টেইলরের উইকেট হারায় যুক্তরাষ্ট্র। অপর ওপেনার মোনানক প্যাটেল ১৬ বলে ১৬ রানই করতে পারেন।
পাওয়ারপ্লেতে ৪১ রান তুলে স্বাগতিকরা, ৯ম ওভারে গিয়ে পূর্ণ হয় ৫০ রান। তবে এরপর নিয়মিত বিরতিতে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি আদায় করে নেন আন্দ্রিস গস ও অ্যারন জোন্স। দুজনে ৩য় উইকেট জুটিতে রেকর্ড ১৩১ রান যোগ করেন। এটিই এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রানের জুটি।
৪৬ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৫ রান করে আউট হব গস। তবে শেষ অব্দি উইকেটে থেকে দলকে জয় পাইয়ে দেন জোন্স। ৪০ বলে ৯৪ রান করার পথে ৪ টি চারের সাথে হাঁকান রেকর্ড ১০ টি ছক্কা। যুক্তরাষ্ট্রের পক্ষে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা এখন অ্যারন জোন্সের।
১৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়েই ১৯৭ রান তুলে ফেলে যুক্তরাষ্ট্র। নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ জয়ে রঙিন করে তোলে তাঁরা। আরেক নবাগত কানাডাও বড় রান তুলে বার্তা দিয়ে রেখেছে।