ভোরে দেশে ফিরে রাত পর্যন্ত বিশ্বজয়ের উদযাপন করবে ভারত
ভোরে দেশে ফিরে রাত পর্যন্ত বিশ্বজয়ের উদযাপন করবে ভারত
ভোরে দেশে ফিরে রাত পর্যন্ত বিশ্বজয়ের উদযাপন করবে ভারত
১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। বার্বাডোজে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো ২০ ওভারের ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন রোহিত শর্মার দল। কাল সকালে চ্যাম্পিয়নরা ফিরছেন দেশে। বিশ্বকাপ জয়ের বিশেষ মুহূর্ত উপভোগে সমর্থকদের আহ্বান জানালেন রোহিত শর্মা।
বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের শিরোপা জেতে ভারত। কেনসিংটন ওভালে রোমাঞ্চকর ফাইনালে তারা ৭ রানে হারায় দক্ষিণ আফ্রিকাকে। তবে প্রাকৃতিক দুর্যোগ বেরিলের জন্য দেশে ফিরতে পারেনি ভারতীয় ক্রিকেট দল। আগামীকাল ভোরে ভারতীয় বিশ্বচ্যাম্পিয়ন দল পা রাখবে দিল্লিতে। এরপর নানা অনুষ্ঠানের মধ্যে ব্যস্ত একটি দিন পার করবে রোহিত-কোহলিরা।
ভারতীয় দলকে নিয়ে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান দিল্লি বিমানবন্দরে অবতরণ করবে ভোর ৬টা ২০ মিনিটে। সকাল ১১টায় বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্যেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যাবেন। নিজের বাসভবনে ভারতীয় দলকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এরপর বিকাল ৫টা থেকে মুম্বাইয়ে হুডখোলা বাসে বিশ্বকাপ ট্রফি নিয়ে থাকবেন রোহিত, কোহলিরা। ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত দু’কিলোমিটার রাস্তায় হবে বিজয় যাত্রা। সন্ধ্যা সাড়ে ৭টায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে অনুষ্ঠান। ভারতীয় দলের হাতে পুরস্কার হিসাবে ১২৫ কোটি রূপি তুলে দেবেন বিসিসিআই কর্তারা। বিশ্বজয়ীদের দেওয়া হবে সংবর্ধনা।
টিম ইন্ডিয়ার সূচি:
- ভারতীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে রোহিত শর্মারা নয়াদিল্লিতে পৌঁছাবেন।
- সকাল ১১টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা-সাক্ষাৎ।
- বিকেল ৪.০০ টায় মুম্বাই পৌঁছাবে বিশ্বকাপজয়ী দল।
- বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ছাদ খোলা বাসে ভিক্টরি প্যারেড।
- সন্ধ্যা ৭.৩০ টা মিনিটে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠান। পুরষ্কার হিসাবে পুরো দল পাবে ১২৫ কোটি রূপি।
- খেলোয়াড়রা এরপর হোটেলে ফিরবেন।