Image

৪ উইকেটে বাংলাদেশের রান ১৫৮, করতে হবে আরও ৩৫৭

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
৪ উইকেটে বাংলাদেশের রান ১৫৮, করতে হবে আরও ৩৫৭

৪ উইকেটে বাংলাদেশের রান ১৫৮, করতে হবে আরও ৩৫৭

৪ উইকেটে বাংলাদেশের রান ১৫৮, করতে হবে আরও ৩৫৭

চেন্নাই টেস্ট জিততে ৫১৫ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। ওপেনিংয়ে দারুণ শুরু করেও চা বিরতির পর দ্রুত ৪ উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। এই টেস্ট জিততে হলে বাকি দুই দিনের মধ্যে বাংলাদেশকে করতে হবে আরও ৩৫৭ রান, হাতে বাকি ৬ উইকেট। ফিফটি হাঁকিয়ে ৫১ রানে অপরাজিত অধিনায়ক শান্ত। সাকিব আল হাসান ৫ রান নিয়ে কাল ফের ব্যাটিংয়ে নামবেন। জয়ের সুবাস নিয়েই কাল চতুর্থ দিনের খেলা শুরু করবে ভারত। 

মেঘলা আকাশ ও আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের ৯.৪ ওভার আগেই দিনের খেলা সমাপ্ত ঘোষণা করতে বাধ্য হন অনফিল্ড আম্পায়াররা। ৩৭.২ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের রান তখন ১৫৮। দুই ওপেনারের বিদায়ের পর অভিজ্ঞ মুমিনুল-মুশফিককেও হারিয়ে চরম বিপাকে বাংলাদেশ। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফিফটি হাঁকিয়ে কিছুটা হলেও স্বস্তি এনে দিলেন তৃতীয় দিনের শেষ বিকেলে। 

ভারতের দেওয়া ৫১৫ রানের পাহাড়সম টার্গেট বাংলাদেশ টপকাতে পারলেই লেখা হয়ে যাবে ইতিহাস। দুই ওপেনারের ব্যাটে অবশ্য উড়ন্ত সূচনা পায় সফরকারী দল। চা বিরতিতে যাওয়ার আগে ১৩ ওভার খেলে জাকির-সাদমান মিলে করেন ৫৬ রান। টেস্টে ভারতের বিরুদ্ধে তাদের মাঠে বাংলাদেশের ওপেনিংয়ে প্রথম ৫০ রানের পার্টনারশিপ। 

চা বিরতির পর চতুর্থ ওভারেই সাফল্য পায় ভারত, দ্রুতই উইকেট হারান জাকির হাসান। ৩৩ রানে থাকা জাকিরকে গালি অঞ্চলে ক্যাচ বানান জাসপ্রীত বুমরাহ। আর তাতেই ভাঙে ৬২ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার সাদমান ইসলামও ইনিংস টেনে নিয়ে যেতে পারেননি বেশিদূর। রবিচন্দ্রন স্পিনে বিপাকে ফেলেন সাদমানকে, শর্ট মিডউইকেটে অবিশ্বাস্যভাবে ক্যাচ লুফে নেন শুবমান গিল। 

দুই ওপেনারকে হারিয়ে ফেলা বাংলাদেশ তখন স্বস্তি খুঁজে পায় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের ব্যাটে। তবে অশ্বিনের স্পিনে স্টাম্প হারিয়ে বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে দেন মুমিনুল। টিকলেন না মুশফিকুর রহিমও। আউট হয়েছেন একই বোলার অশ্বিনের কাছে। সমান ১৩ করে রান পেয়েছেন এই দুই অভিজ্ঞ ব্যাটার। 

এরপর শান্তকে সঙ্গ দিতে ক্রিজে আসেন সাকিব আল হাসান। অশ্বিনকে ছক্কা হাঁকিয়ে ৫৫ বলে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ পঞ্চাশ ছুঁয়েছেন শান্ত। তবে আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে যায় দিনের খেলা। চালকের আসনে ভারত। ভারত-বাংলাদেশ চেন্নাই টেস্টের তৃতীয় দিনের শেষে এ কথা বলে দেওয়াই যায়। প্রথম টেস্টে জয়ের সুবাস পেতে শুরু করেছেন রোহিত-কোহলিরা। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three