Image

এসএ টোয়েন্টি নিলামে সাকিব-মুস্তাফিজসহ ১৪ বাংলাদেশি তারকা

৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন

প্রকাশ: 3 দিন আগেআপডেট: 36 মিনিট আগে
এসএ টোয়েন্টি নিলামে সাকিব-মুস্তাফিজসহ ১৪ বাংলাদেশি তারকা

এসএ টোয়েন্টি নিলামে সাকিব-মুস্তাফিজসহ ১৪ বাংলাদেশি তারকা

এসএ টোয়েন্টি নিলামে সাকিব-মুস্তাফিজসহ ১৪ বাংলাদেশি তারকা

দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টি (SA20) সিজন-৪ এর প্লেয়ার নিলামে জায়গা পেয়েছেন একঝাঁক বাংলাদেশি তারকা ক্রিকেটার। আগামী ৯ সেপ্টেম্বর জোহানেসবার্গে বসবে নিলাম, যেখানে নাম উঠবে বাংলাদেশি ১৪ ক্রিকেটারের।

নিলামে থাকা বাংলাদেশি খেলোয়াড়রা হলেন- মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, তাইজুল ইসলাম, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম, হাসান মাহমুদ, নাহিদ রানা এবং জাকের আলি অনিক।

বাংলাদেশের হয়ে দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগ মাতানো অলরাউন্ডার সাকিব আল হাসান এ লিগে সবচেয়ে বড় নাম। আয়োজকরা তাঁকে উল্লেখ করেছেন “বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার” হিসেবে। শুরুতে বাংলাদেশের ২৩ ক্রিকেটার নাম দিয়েছিলেন এসএ টোয়েন্টির নিলামে। তবে চূড়ান্ত তালিকায় বাদ পড়েছেন ১০ ক্রিকেটার।

এবারের নিলামে মোট নাম উঠবে ৫৪১ জন ক্রিকেটারের, যাদের মধ্যে ২৪১ জন বিদেশি। সেই তালিকায় বাংলাদেশ ছাড়াও আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তানের নামকরা ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকা থেকে নিলামে থাকছেন প্রোটিয়াস অধিনায়ক এডেন মার্করাম, কুইন্টন ডি কক, আন্দ্রিখ নরকিয়া, রিজা হেনড্রিকসসহ আরও অনেকে। ইংলিশ তারকাদের মধ্যে আছেন কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন, অ্যালেক্স হেলস ও মইন আলি।

প্রতিটি দলে থাকতে হবে ১৯ জন ক্রিকেটার। এবং কমপক্ষে দুইজন অনূর্ধ্ব-২৩ খেলোয়াড় রাখা বাধ্যতামূলক। সবচেয়ে বড় বাজেট নিয়ে নিলামে যাচ্ছে প্রিটোরিয়া ক্যাপিটালস ৩২.৫ মিলিয়ন র‍্যান্ড (প্রায় ১.৮৬ মিলিয়ন মার্কিন ডলার)। অন্যদিকে সবচেয়ে কম বাজেট রয়েছে এমআই কেপ টাউনের ১১.৫ মিলিয়ন র‍্যান্ড (প্রায় ০.৬৫ মিলিয়ন মার্কিন ডলার)।

বাংলাদেশি ক্রিকেটাররা এবার সুযোগ পেলে হবে বিশেষ এক অর্জন, কারণ এখনও পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটার এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাননি। এবার সেই ইতিহাস গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। টুর্নামেন্ট মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর ২০২৫ থেকে। এছাড়া নিলামটি সরাসরি সম্প্রচার স্কাই স্পোর্টস এবং এসএ টোয়েন্টির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
 

Details Bottom