অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজে অনিশ্চিত বাটলার
- 1
চলে যাচ্ছেন উড, ব্যাটিং দেখভালের দায়িত্বে সালাউদ্দিন
- 2
সাইফ হাসান: টেস্ট ওপেনার থেকে টি-টোয়েন্টি অলরাউন্ডার, ফিরে আসার গল্পে আছেন এক কোচ
- 3
নাসুম স্কোয়াডে থেকেও একাদশে না থাকাটা পরিকল্পনারই অংশ: সালাউদ্দিন
- 4
জয়ের বাইরেও প্রস্তুতির বার্তা: এশিয়া কাপের আগে কতটা তৈরি বাংলাদেশ?
- 5
ডিউ ফ্যাক্টরের বিরুদ্ধে তাসকিনের শ্রেষ্ঠত্ব: সিলেটে বাংলাদেশের জয়

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজে অনিশ্চিত বাটলার
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজে অনিশ্চিত বাটলার
আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজ অধিনায়ক জস বাটলারকে পাওয়া নিয়ে জেগেছে শঙ্কা। সম্প্রতি চোটের কারণে দ্য হান্ড্রেড টি-টোয়েন্টি লিগ খেলতে পারেননি তিনি। এই সপ্তাহে ভাইটালিটি ব্লাস্টে ল্যাঙ্কাশায়ারের হয়ে তার ফেরার কথা থাকলেও ফেরা হচ্ছে না।
ইংল্যান্ডের সাদা বলের দলে এখন কোনো অফিসিয়াল সহ-অধিনায়ক নেই। বাটলারের অনুপস্থিতিতে স্যাম কুরান এবং ফিল সল্টের মধ্যে কেউ একজন করতে পারেন অধিনায়কত্ব। তবে অস্ট্রেলিয়া সিরিজে উইকেটকিপার হিসাবে বাটলারকে মিস করবে ইংল্যান্ড।
জুনের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে ইংল্যান্ডের সেমিফাইনালে হারের পর থেকে বাটলার আর কোনো ম্যাচ খেলেননি। তিনি জুলাইয়ে হান্ড্রেডের জন্য প্রস্তুতির সময় চোটে পড়েন। যার কারণে টুর্নামেন্টটি খেলতে পারেননি।
ল্যাঙ্কাশায়ারের কোচ ডেল বেনকেনস্টাইন বিবিসি রেডিও ল্যাঙ্কাশায়ারকে নিশ্চিত করে বলেছেন, "আমরা তার খেলার ব্যাপারে বিষয়ে কিছু খারাপ খবর পেয়েছি। তার একটা ইনজুরি ছিল যেটা থেকে সে সেরে উঠছিল। সে আমাদের হয়ে খেলতে খুবই আগ্রহী ছিল।"
অস্ট্রলিয়ার বিপক্ষে ইংল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার, জোফরা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, সাম কারেন, জশ হাল, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মেহমুদ, ড্যান মৌসলি, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি এবং জন টার্নার।