Image

চ্যাম্পিয়ন হওয়াই মূল লক্ষ্য বাংলাদেশের

৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন

প্রকাশ: 6 ঘন্টা আগেআপডেট: 1 ঘন্টা আগে
চ্যাম্পিয়ন হওয়াই মূল লক্ষ্য বাংলাদেশের

চ্যাম্পিয়ন হওয়াই মূল লক্ষ্য বাংলাদেশের

চ্যাম্পিয়ন হওয়াই মূল লক্ষ্য বাংলাদেশের

এশিয়া কাপে অংশ নিতে আগামী রোববার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। ১৯৮৬ সালে এই টুর্নামেন্টে প্রথম অংশ নেওয়ার পর থেকে তিনবার (২০১২, ২০১৬ ও ২০১৮) ফাইনালে খেললেও এখনো শিরোপার স্বাদ পায়নি টাইগাররা। তবে এবার সেই খরা কাটিয়ে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর এক বিপণিবিতানের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তাসকিন বলেন, “শুধু অংশগ্রহণের জন্য যাচ্ছি না। আমরা ব্যাক টু ব্যাক তিনটি সিরিজ জিতেছি। এটা অনেক আত্নবিশ্বাস দিবে। তবে টি-টোয়েন্টি অনিশ্চয়তার খেলা। এখানে ছোট দলও বড় দলকে হারাতে পারে। একটা ওভারেই ম্যাচের চিত্র বদলে যায়। আমরা অতীতে ফাইনাল খেলেছি। বাকি শুধু চ্যাম্পিয়ন হওয়াটা। ইনশা আল্লাহ এবার সেটা সম্ভব।”

টাইগারদের সাম্প্রতিক সাফল্যের দিকেও আস্থা রাখছেন এই পেসার। শেষ তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়কে দলের আত্মবিশ্বাসের বড় চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে তাসকিন বলেন, “আল্লাহর রহমতে আমরা শেষ তিনটি সিরিজ টানা জিতেছি। কয়েক মাস আগে বলেছিলাম, আমরা একটা ট্রানজিশন অধ্যায়ের 
মধ্যে আছি। তাই কিছু ম্যাচ হেরেছিলাম। কিন্তু এখন আমরা ভালো ফর্মে আছি। খেলোয়াড় ও কোচিং স্টাফ সবাই কঠোর পরিশ্রম করছি। ধারাবাহিকতা থাকলে ভালো কিছু হবেই।”

তাসকিনের কথায় ফুটে উঠেছে স্পষ্ট বার্তা, শুধু অংশগ্রহণ নয়, এবারের লক্ষ্য একটাই- চ্যাম্পিয়ন হওয়া।
 

Details Bottom