সিলেটে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে বড় প্রতিপক্ষ বৃষ্টি
৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল
প্রকাশ: 7 ঘন্টা আগেআপডেট: 2 মিনিট আগে
সিলেটে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে বড় প্রতিপক্ষ বৃষ্টি
সিলেটে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে বড় প্রতিপক্ষ বৃষ্টি
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। তবে আবহাওয়া আপাতত ভালো কোনো বার্তা দিচ্ছে না। শনিবার ভোর থেকেই সিলেটে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনো অঝোর, কখনো গুড়িগুড়ি বৃষ্টি ভিজিয়ে দিচ্ছে পুরো শহর। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বিকেলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে মাঠে বল গড়ানোর আগে থেকেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বৃষ্টির প্রভাব শুধু ম্যাচেই নয়, পড়েছিল দুই দলের প্রস্তুতিতেও। শুরু থেকেই সিলেটে অনুশীলন ক্যাম্প শুরু করলেও, টানা বৃষ্টির কারণে কয়েক দিন ঠিকভাবে অনুশীলনই করতে পারেনি বাংলাদেশ দল। দুপুর, বিকেল বা সন্ধ্যায় অনুশীলনের পরিকল্পনা থাকলেও, বৃষ্টির কারণে অনেক সময়ই মাঠে নামা হয়নি, ফিরে যেতে হয়েছে হোটেলে। একই পরিস্থিতির শিকার ডাচরাও। সিরিজ শুরুর আগে তাদের প্রথম দিনের অনুশীলন কার্যত ভেস্তে গেছে।
বাংলাদেশ অধিনায়ক লিটন দাস অনুশীলনে বাধা নিয়ে বলেন, "প্রকৃতির ওপর তো আমাদের হাত নেই। ওপরওয়ালার তরফ থেকে যা এসেছে, তাতেই আমরা সন্তুষ্ট।"
নেদারল্যান্ডস কোচ রায়ান কুকও বৃষ্টিকে সমস্যা হিসেবে দেখছেন না।
তিনি বলেন, “হ্যাঁ, গতকাল বৃষ্টির কারণে কিছুই করার ছিল না, এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। ট্যুরের দিন নির্দিষ্ট হওয়ায় এটা সামলাতে হয়েছে। আমাদের হাতে এখন মাত্র একদিনের অনুশীলনের সুযোগ আছে। ছেলেরা সর্বোচ্চ চেষ্টা করবে।”
বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্সও বলেন, "আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। বৃষ্টির বাধা ছাড়া এখানে সব সুন্দর ছিল। অনেক গরম, তারপরও সব ঠিক আছে।"
সব মিলিয়ে, বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন আবহাওয়া। দুই দল মাঠের লড়াইয়ে নামার আগেই তাদের মোকাবিলা করতে হচ্ছে প্রকৃতির সঙ্গে। ক্রিকেটপ্রেমীদের একটাই আশা, বৃষ্টি যেন ম্যাচের স্বাভাবিক গতি ব্যাহত না করে।