‘আদর্শ উইকেট’ প্রত্যাশা লিটনের, সিলেটের পিচে খুশি অধিনায়ক
৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল
প্রকাশ: 2 ঘন্টা আগেআপডেট: 4 মিনিট আগে
‘আদর্শ উইকেট’ প্রত্যাশা লিটনের, সিলেটের পিচে খুশি অধিনায়ক
‘আদর্শ উইকেট’ প্রত্যাশা লিটনের, সিলেটের পিচে খুশি অধিনায়ক
নেদারল্যান্ডস সিরিজকে সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ৩ আগস্ট থেকে সিলেটেই শুরু হতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি২০ হোম সিরিজ, এরপর বড় মঞ্চে এশিয়া কাপ। সব মিলিয়ে ব্যস্ত সময়ের আগে নিজেদের ঘরোয়া কন্ডিশনে মানিয়ে নেওয়ার এটিই বড় সুযোগ। আর প্রস্তুতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ উইকেট, যেটি নিয়ে বরাবরই আলোচনা-সমালোচনার কেন্দ্রে ছিল বাংলাদেশ।
তবে এবার সিলেটের উইকেট দেখে বেশ সন্তুষ্ট লিটন। প্রেস কনফারেন্সে তিনি বলেন, “খুবই ভাল উইকেট। ব্যাটিং-বোলিং, দুইটার জন্য ভাল হবে। একটি আদর্শ ক্রিকেট ম্যাচের জন্য যে উইকেট হওয়া উচিত, সেই উইকেটেই আমরা আশা করব। এখানে যেন সেই উইকেটটাই পাওয়া যায়।”
গত কয়েক বছর ধরেই দেশের উইকেট নিয়ে অভিযোগের শেষ নেই। বিশেষ করে মিরপুরের ঘূর্ণি সহায়ক ধীরগতির পিচে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেছে নিম্নমানের ম্যাচ। বিশেষ করে ব্যাটারদের জন্য উইকেট হয়ে উঠেছিল বিভীষিকা।
তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উইকেট নিয়ে নতুন করে কাজ শুরু করেছে। সিলেটের উইকেটেও সেই প্রভাব দেখা যাচ্ছে।
নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প হয়েছে সিলেটেই। লিটন দাসের মতে, “প্রস্তুতির জন্য এমন উইকেট আদর্শ, যেখানে ব্যাটাররা শট খেলতে পারেন এবং বোলাররাও পান সহায়তা।”
তবে এরকম উইকেটে দুই দলেরই ভাল করার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নেদারল্যান্ডস ভাল উইকেটে খেলে অভ্যস্ত, সে কথাও মাথায় রয়েছে টাইগার অধিনায়ক লিটনের। তাই এশিয়া কাপের আগে কোনো রকম পরীক্ষা নিরীক্ষায় না গিয়ে সেরা দল নিয়ে মাঠে নামতে টাইগার দলপতি। বেঞ্চগরমের পরীক্ষা-নিরীক্ষা নিয়ে লিটন বলেন, “না, দেখেন, যেকোনো আন্তর্জাতিক ম্যাচই আপনার জন্য চ্যালেঞ্জিং হবে। নেদারল্যান্ডসও ভাল দল। হয়তোবা তারা এই কন্ডিশনে খুব একটা খেলেনি। কিন্তু যদি ভাল উইকেটে খেলা হয়, তারা ভাল উইকেটে ক্রিকেট খেলে অভ্যস্ত। তাই দুই দলের জন্যই চ্যালেঞ্জ থাকবে। এশিয়া কাপের আগে যদি আমাদের সামনে যদি কিছু ক্রিকেটার পরীক্ষা করার সুযোগ থাকে তাহলে আমরা করব। কিন্তু দিনশেষে আন্তর্জাতিক ক্রিকেট, তাই আমাদেরকে জেতার জন্য যেতে হবে।”
লিটন দাসের ভাষ্যে সিলেটের আবহাওয়া ও উইকেটের সঙ্গে আবুধাবির মিলের আশাবাদ। বাংলাদেশের এই অধিনায়ক মনে করেন, নেদারল্যান্ডস সিরিজে সিলেটের কন্ডিশন এবং উইকেট তাদের জন্য এশিয়া কাপের জন্য একটি রিয়েলিটি চেকের সুযোগ তৈরি করবে।
সিলেট ও আবুধাবির কন্ডিশন নিয়ে লিটন বলেন, “আবুধাবির উইকেট সাধারণত ব্যাটিং বান্ধব হয়, আর সিলেটের উইকেটও অনেকটা একই ধরনের, তাই দুই জায়গার কন্ডিশনের মধ্যে মিল থাকবে।”
লিটন আরও জানান, “২০০/২৫০ রান করা সহজ হবে না, তবে ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করব কিভাবে সেই লক্ষ্যে পৌঁছানো যায়।”
তিনি এশিয়া কাপের দলের ভিন্নতা উল্লেখ করে বলেন, “আমরা তো আর এখানে সব দলকে আনতে পারব না, তবে কন্ডিশনের মিল আমাদের জন্য বড় সুবিধা।”
সিলেটের কুয়াশা ও ডিউ ফ্যাক্টরের কথাও স্মরণ করিয়ে দিয়ে লিটন বলেন, “এখানকার মতো আবুধাবিতেও কিছুটা এমন কন্ডিশন থাকে, তাই আমরা সেসব পরিস্থিতি কাজে লাগিয়ে ভালো ফলাফল করার চেষ্টা করব।”
সিলেটেই অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচ। তাই কন্ডিশন আর উইকেট দুই দিক থেকেই এই সিরিজ হতে পারে এশিয়া কাপের আগের চূড়ান্ত প্রস্তুতির মঞ্চ।