Image

সিলেটে নেদারল্যান্ডসকে ঠেকাতে প্রস্তুত টাইগাররা

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 2 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সিলেটে নেদারল্যান্ডসকে ঠেকাতে প্রস্তুত টাইগাররা

সিলেটে নেদারল্যান্ডসকে ঠেকাতে প্রস্তুত টাইগাররা

সিলেটে নেদারল্যান্ডসকে ঠেকাতে প্রস্তুত টাইগাররা

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বৃহস্পতিবারের বৃষ্টির কারণে অনুশীলনে বিঘ্ন ঘটলেও, শুক্রবারের রৌদ্রোজ্জ্বল বিকেলে ঘাটতি পূরণ করে নিয়েছে দুই দলই। নিজেদের মাঠে এই সিরিজকে সামনে রেখে প্রস্তুতিতে কোনো ছাড় দেয়নি স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশ দল ক্লোজ ডোর অনুশীলনের আয়োজন করে, যেখানে সাংবাদিকদের প্রবেশ ছিল নিষিদ্ধ। অনুশীলনের শুরুটা হয় ফিটনেস ও শরীর গরমের কাজ দিয়ে। এরপর চলে গ্রাউন্ড ফিল্ডিং, শর্ট ও লং ক্যাচ অনুশীলন। পাওয়ার হিটিং পরামর্শক জুলিয়ান উডকেও দেখা যায় টাইগারদের ফিল্ডিং করাতে। এরপর মূল অনুশীলনে ব্যাটসম্যানরা নামেন চার-ছক্কার ফুলঝুরিতে আর বোলাররা বল হাতে নেন নিয়ন্ত্রণের পরীক্ষা। মাঠের দুই পাশে দুই সেটে চলে ব্যাট-বলের লড়াই, এক পাশে পেসারদের বিরুদ্ধে তানজিদ হাসান, ইমন ও হৃদয়রা, অন্য পাশে স্পিনারদের সামলান সোহান, সাইফ ও জাকের আলীরা।

অপরদিকে, সফরকারী নেদারল্যান্ডসও পুরোপুরি প্রস্তুত। দলের কোচ রায়ান কুক একসময় ছিলেন বাংলাদেশের ফিল্ডিং কোচ। সিলেটের পরিবেশ তার জন্য বেশ পরিচিত। ফিরে এসে কুক বলেন, “এখানে পুরোনো অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক চেনা মুখ আবার দেখতে পেরে ভালো লাগছে।” 

সিলেটের উইকেট সম্পর্কে তিনি বলেন, “এখনও স্পষ্ট কিছু বলা কঠিন হলেও উইকেট ভালো হবে বলেই ধারণা করছি। বিপিএল ও সাম্প্রতিক টি-টোয়েন্টি ম্যাচ দেখে আমাদের দল উইকেট সম্পর্কে একটি ধারণা পেয়েছে।”

প্রস্তুতির শেষ পর্বে দুই দলের অধিনায়ক লিটন দাস ও স্কট এডওয়ার্ডস সিরিজের ট্রফি উন্মোচন করেন। 

এরপর সাংবাদিকদের মুখোমুখি হন দুই দলের কোচ। সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স বলেন, “আমরা আপাতত নেদারল্যান্ডস সিরিজ নিয়েই ভাবছি। খারাপ খেললে সমালোচনা আসবে, সে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হোক বা নেদারল্যান্ডস, এতে কিছু যায় আসে না।” 

তিনি আরও যোগ করেন, “আমরা কেমন খেলছি, আমাদের মান কেমন সেটাই গুরুত্বপূর্ণ। যদি আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী খেলি, তাহলে জয় আমাদের দিকেই আসবে।”

অন্যদিকে, রায়ান কুক জানান, “টি-টোয়েন্টিতে যেকোনো দল যেকোনো দিন জিততে পারে। বাংলাদেশ নিজেদের মাঠে শক্তিশালী দল, তবে আমরাও আত্মবিশ্বাসী। আমরা জেতার মানসিকতা নিয়েই মাঠে নামব।” 

বাংলাদেশের সাবেক কোচ হওয়ায় তার সিলেট স্টেডিয়াম নিয়ে অভিজ্ঞতাও রয়েছে। তিনি বলেন, “আবুধাবিতে যেমন পরিবেশ, সেরকম কন্ডিশন তৈরির চেষ্টা করা হয়েছে এখানে। তাই সিলেটের উইকেট ও আবহাওয়া তার দলের জন্য খুব একটা অচেনা নয়।”

বাংলাদেশ র‍্যাংকিং ও অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও, নেদারল্যান্ডস টি-টোয়েন্টি ফরম্যাটে মাঝেমধ্যেই চমক দেখিয়ে এসেছে। সম্প্রতি তারা বিশ্বকাপে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারিয়ে চমক দেখিয়েছে। ফলে টাইগারদের জন্য সিরিজটি সহজ হবে, এমন ভাবার সুযোগ নেই।

প্রথম ম্যাচে নজরে থাকবেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক ও মুস্তাফিজুর রহমান। 

অন্যদিকে, নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস, ম্যাক্স ও'ডাউড, বিক্রমজিৎ সিং এর পারফরম্যান্স গুরুত্বপূর্ণ হতে পারে।

সিলেটের উইকেট ব্যাটিং সহায়ক হলেও পেসারদের জন্য কিছুটা সহায়তা রাখার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াও রয়েছে ক্রিকেট উপযোগী।

সব মিলিয়ে সিলেটে শনিবারের ম্যাচ হতে যাচ্ছে উত্তেজনাপূর্ণ। বাংলাদেশ চাইবে সিরিজে শুভ সূচনা করতে, আর নেদারল্যান্ডস খুঁজবে চমক দেখানোর সুযোগ। ক্রিকেটপ্রেমীরা তাই অপেক্ষায়, কে হাসবে ম্যাচ শেষে?

Details Bottom
Details ad One
Details Two
Details Three