Image

অধিনায়ক হারানো বড় ধাক্কা, তবে শেখার সুযোগ আছে: ফিল সিমন্স

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 14 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অধিনায়ক হারানো বড় ধাক্কা, তবে শেখার সুযোগ আছে: ফিল সিমন্স

অধিনায়ক হারানো বড় ধাক্কা, তবে শেখার সুযোগ আছে: ফিল সিমন্স

অধিনায়ক হারানো বড় ধাক্কা, তবে শেখার সুযোগ আছে: ফিল সিমন্স

সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ১১ রানে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। যেখানে ইনজুরির কারণে খেলতে পারেননি দলের নিয়মিত অধিনায়ক লিটন দাস। অন্যদিকে বাংলাদেশ দলের একাদশে ছিলেন না তানজিদ হাসান তামিম। এই দুজনেই বাংলাদেশের এশিয়া কাপ যাত্রায় রেখেছিলেন বড় ভূমিকা। শ্রীলঙ্কার বিপক্ষে তানজিদের অনবদ্য ফিফটি বাংলাদেশকে দিয়েছিল জয়ের ভিত। অন্যদিকে ব্যাট হাতে লিটনও ছিলেন বেশ ধারাবাহিক। দুজনের অনুপস্থিতি দলের জন্য বড় ক্ষতি হিসেবে দেখছেন টাইগার কোচ ফিল সিমন্স। 

বাংলাদেশের অধিনায়ক লিটন দাস এবং তানজিদ হাসানকে হারানো দলকে ভবিষ্যতে চ্যালেঞ্জের মুখোমুখি করবে বলে মনে করেন কোচ ফিল সিমন্স। তিনি বলেন, “আমরা মাত্র দুই ম্যাচ আগে একই উইকেটে ১৬০ রান তাড়া করেছি। তবে আমাদের দল এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি যেখানে আমরা লিটন ও তানজিদের অনুপস্থিতি খুব সহজেই পূরণ করতে পারি।”

তিনি বলেন, “এমন গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা। আমরা এখনো সেই পর্যায়ে পৌঁছাইনি। তবে আমরা সেই স্তরে পৌঁছানোর জন্য কাজ করছি।”

সিমন্সের মতে, দলকে এখন ব্যাটিংয়ের স্ট্রাইক রেট বাড়াতে হবে এবং বেশি সময় ব্যাটিং করতে পার্টনারশিপ গড়তে হবে। “আমাদের ছক্কা মারায় পিছিয়ে নেই, কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দীর্ঘ সময় ধরে ব্যাট করা এবং ধারাবাহিক পার্টনারশিপ তৈরি করা।”
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three