Image

আইপিএল শুরু আজ, উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ-সালমান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইপিএল শুরু আজ, উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ-সালমান

আইপিএল শুরু আজ, উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ-সালমান

আইপিএল শুরু আজ, উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ-সালমান

আইপিএলের ১৭তম আসর শুরু হচ্ছে আজ ২২ মার্চ, কোলকাতার ইডেন গার্ডেনে। উদ্বোধনী ম্যাচে ঘরের দল কেকেআরের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। এবারের আসরে অংশ নিচ্ছে ১০টি দল। আইপিএলের গ্র্যান্ড ফাইনাল হবে আগামী ২৫ মে।

আর মাত্র কয়েক ঘন্টা; শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর। ইডেন গার্ডেনে শিরোপাধারী কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে অভিযান শুরু করবে আরসিবি। ম্যাচটি বাংলাদেশ থেকে দেখা যাবে টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১চ্যানেলে। এখন পর্যন্ত একবারও আইপিএলে চ্যাম্পিয়ন হতে পারেনি আরসিবি। এবার কি শিরোপা না জিততে পারার দুঃখ ঘোচাতে পারবে বেঙ্গালুরু?

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়, অনুষ্ঠান চলবে ১ ঘণ্টা। এরপর টস করতে নামবেন কেকেআর ও আরসিবির দুই অধিনায়ক। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউড বাদশা ও কোলকাতার মালিক শাহরুখ খান ও সালমান খান। শ্রদ্ধা কাপুর, দিশা পাটানিকেও দেখা যাবে উদ্বোধনীর মঞ্চে। অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালরাও এদিন ইডেনে পারফর্ম করবেন। 

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান, সঞ্জয় দত্ত, সাইফ আলী খান, কারিনা কাপুর খান, সারা আলী খান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, প্রিয়াঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিত, উর্বশী রাউতেলাও উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন।

কোলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএলে মোট ৩৪টি ম্যাচে লড়াইয়ে নামে। ২০ ম্যাচ জিতেছে কেকেআর। ১৪টিতে জিতেছে আরসিবি। দু'দলের মুখোমুখি লড়াইয়ে স্পষ্টতই পাল্লা ঝুঁকে নাইট রাইডার্সের দিকে। মুখোমুখি লড়াইয়ের ইতিহাস কেকেআরের হয়েই কথা বলছে। 

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোলকাতা নাইট রাইডার্স আজিঙ্কা রাহানের নেতৃত্বে নতুন অভিযান শুরু করতে চলেছে। নিজেদের শক্তি বাড়াতে উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডি'কক এবং রহমানউল্লাহ গুরবাজ, অলরাউন্ডার মঈন আলি, সেই সঙ্গে পেসার আনরিখ নরকিয়া এবং স্পেনসার জনসনকে দলে নিয়েছে। 

কোলকাতা নাইট রাইডার্স- আজিঙ্কা রাহানে (অধিনায়ক), রিংকু সিং, অংকৃষ রঘুবংশী, রোভম্যান পাওয়েল, মানিশ পান্ডে, কুইন্টন ডি'কক, রহমানউল্লাহ গুরবাজ, লুবনিথ সিসোদিয়া, ভেঙ্কটেশ আইয়ার (সহ-অধিনায়ক), অনুকূল রায়, মঈন আলি, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, আনরিখ নরকিয়া, বৈভব আরোরা, মায়াঙ্ক মার্কান্ডে, স্পেনসার জনসন, চেতন সাকারিয়া, হারশিত রানা ও বরুণ চক্রবর্তী।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-ভিরাট কোহলি, রজত পাতিদার (অধিনায়ক), দেবদূত পাডিক্কাল, স্বস্তিক চিকারা, ফিল সল্ট, জিতেশ শর্মা, লিয়াম লিভিংস্টোন, টিম ডেভিড, জ্যাকব বেথেল, রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, মনোজ ভান্দাগে, মোহিত রাঠি, যশ দয়াল, জশ হ্যাজলউড, নুয়ান তুষারা, রসিখ দার, ভুবনেশ্বর কুমার, সুয়াশ শর্মা, লুঙ্গি এনগিডি, স্বপ্নিল সিং ও অভিনন্দন সিং।

Details Bottom
Details ad One
Details Two
Details Three