শেষ বলে গিয়ে ১ উইকেটে জিতল পারটেক্স

শেষ বলে গিয়ে ১ উইকেটে জিতল পারটেক্স
শেষ বলে গিয়ে ১ উইকেটে জিতল পারটেক্স
বিকেএসপির মাঠে দুই ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও মিরপুরে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ১ উইকেটে হারিয়ে দিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। ইমরুল কায়েসদের ২১৮ রানে গুটিয়ে দিয়ে পারটেক্স ম্যাচ জিতেছে শেষ বলের রোমাঞ্চে।
ঢাকা প্রিমিয়ার লিগে আজও ছিল তিন ম্যাচ। তবে বিকেএসপির দুই মাঠের একটিতে হয়নি খেলা। সকালে ঢাকা থেকে এসে দুপুর পর্যন্ত গল্প-আড্ডায় খেলোয়াড়রা করেন বৃষ্টি বিলাস। চৈত্রের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, মেঘলা আকাশের কারণে পরিত্যক্ত লিজেন্ডস অব রূপগঞ্জ-গুলশান ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স-ব্রাদার্স ইউনিয়ন ম্যাচ।
তবে মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচে এসেছে রেজাল্ট। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম পারটেক্স স্পোর্টিং ক্লাবের লড়াই শেষ হল শেষ বলে গিয়ে। টানা ৪ হারের পর অবশেষে জয়ের মুখ দেখল আলাউদ্দিন বাবুর পারটেক্স। বিপরীতে ৪ ম্যাচ পর হারল উড়তে থাকা অগ্রণী ব্যাংক।
টসে হেরে আগে ব্যাট করতে নামা অগ্রণী ব্যাংক ৫০ ওভার ২১৮ রান করতেই অলআউট হয়ে গেছে। টার্গেট টপকাতে নেমে সহজ ম্যাচ কঠিন করে জিতল পারটেক্স। শেষ বলে জয়ের দরকার ছিল ১ রান, হাতে বাকি ১ উইকেট। নাটকীয়ভাবে ম্যাচ জিতে উদযাপনে মাতে পারটেক্সের খেলোয়াড়রা।
এদিন মিরপুরে পারটেক্সের জয়ের নায়ক মোহাম্মদ রাকিব। দলের বিপর্যয়ে একা হাতে লড়াই চালিয়েছেন। শেষ পর্যন্ত ১০৩ বলে ৮০ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রাকিব। দুর্দান্ত এই ইনিংস খেলতে সমান ৫টি করে ৪ ও ৬ হাঁকান রাকিব।