Image

আইপিএলে নতুন নিয়ম; দ্বিতীয় ইনিংসে দুই বল, উঠে গেল লালা ব্যবহারের নিষেধাজ্ঞা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইপিএলে নতুন নিয়ম; দ্বিতীয় ইনিংসে দুই বল, উঠে গেল লালা ব্যবহারের নিষেধাজ্ঞা

আইপিএলে নতুন নিয়ম; দ্বিতীয় ইনিংসে দুই বল, উঠে গেল লালা ব্যবহারের নিষেধাজ্ঞা

আইপিএলে নতুন নিয়ম; দ্বিতীয় ইনিংসে দুই বল, উঠে গেল লালা ব্যবহারের নিষেধাজ্ঞা

আইপিএলের এবারের আসরের জন্য বিসিসিআই এবং ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) ম্যানেজমেন্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন করেছে। এর মধ্যে অন্যতম, স্যালিভা ব্যবহারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় বল ব্যবহারের নতুন নিয়ম প্রবর্তন।

বৃহস্পতিবার (২০ মার্চ) মুম্বাইয়ের ক্রিকেট সেন্টারে এক বৈঠকে বিসিসিআই নতুন নিয়মগুলো তুলে ধরেছে। ওই বৈঠকে উপস্থিত এক সূত্র ক্রিকবাজকে এসব সিদ্ধান্তের খবর নিশ্চিত করেছে।

নতুন নিয়ম অনুযায়ী, আইপিএলো ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১১ তম ওভারের পর দ্বিতীয় বল ব্যবহার করা হবে। মূলত, এই নিয়মের উদ্দেশ্য হলো, রাতের ম্যাচে ডিউ এর প্রভাব কমানো। দ্বিতীয় বলের মাধ্যমে ম্যাচের প্রথম ভাগে টস জেতা দলের সুবিধা অনেকটাই হ্রাস পাবে, যা ম্যাচকে আরও সমান করে তুলবে।

স্যালিভা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া ছিল অনেকটাই অনুমানযোগ্য, বিশেষ করে ভারতের বিশ্বমানের পেসার মোহাম্মদ শামির আবেদনের পর। সম্প্রতি দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচ শেষে শামি বলেছিলেন, "আমরা সবসময় কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি যাতে আমরা স্যালিভা ব্যবহার করতে পারি, যাতে বলের সুইং এবং রিভার্স সুইং কাজ করতে পারে।" তার এই আবেদন সমর্থন করেছেন আন্তর্জাতিক ক্রিকেটার ভের্নন ফিল্যান্ডার এবং টিম সাউথি, যারা শামির বক্তব্যের সঙ্গে একমত।

স্যালিভা ব্যবহারের নিষেধাজ্ঞা ছিল কোভিড-১৯ মহামারীর সময়, যখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ভাইরাস ছড়ানোর ঝুঁকি কমাতে কিছু বিধিনিষেধ আরোপ করেছিল। তবে মহামারী শেষ হওয়ার পর ক্রমেই এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে আওয়াজ ওঠে, এবং শামি ছিল এর অন্যতম প্রধান কণ্ঠস্বর।

দ্বিতীয় বলের পরিবর্তন আম্পায়ারদের সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া হয়েছে। ক্রিকবাজকে একটি সূত্র জানা, "এটি আম্পায়ারের ওপর নির্ভর করবে, তারা ডিউয়ের পরিপ্রেক্ষিতে বল পরিবর্তনের সিদ্ধান্ত নেবেন,"  ফলে, দ্বিতীয় বলের নিয়মটি মূলত রাতের ম্যাচে প্রযোজ্য হবে এবং দুপুরের ম্যাচে এটি ব্যবহার হবে না।

Details Bottom