Image

তামিম লড়াই চালিয়ে যাও, মাঠে যেমনটা তুমি সবসময় করেছো: মালিঙ্গা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
তামিম লড়াই চালিয়ে যাও, মাঠে যেমনটা তুমি সবসময় করেছো: মালিঙ্গা

তামিম লড়াই চালিয়ে যাও, মাঠে যেমনটা তুমি সবসময় করেছো: মালিঙ্গা

তামিম লড়াই চালিয়ে যাও, মাঠে যেমনটা তুমি সবসময় করেছো: মালিঙ্গা

হার্টে একটি রিং পরানো হয়েছে তামিম ইকবালের। সাভারের কেপিজে হাসপাতালে অস্ত্রোপচার সফল হয়েছে, এখন তামিমকে রাখা হয়েছে সিসিইউতে। অস্ত্রোপচার শেষে এখন তামিম ইকবালের পরিস্থিতি উন্নতির দিকে। তামিমের দ্রুত সুস্থতা কামনা করছেন লঙ্কান গ্রেট লাসিথ মালিঙ্গা। 

শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা তার ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেন, 'তামিমের দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতা কামনা করছি! মাঠে যেমনটা তুমি সবসময় করেছো, ঠিক তেমনই লড়াই চালিয়ে যাও।' 

ডিপিএলের ম্যাচ খেলতে বিকেএসপিতে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। মোহামেডান স্পোর্টিং ক্লাব-শাইনপুকুর ম্যাচের টস করার পর অধিনায়ক তামিম হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। নিকটতম হাসপাতালে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে তিনি আবার বিকেএসপিতে ফিরে আসেন।

এরপর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে দ্রুত বিকল্প ব্যবস্থার কথা ভাবা হয়। হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়, যাতে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা সম্ভব হয়। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়লে তাকে ফের নিকটতম কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত এনজিওগ্রাম করা হয় এবং রিং পরানো হয়। বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে (CCU) বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three