ফেব্রুয়ারিতে শুরু উইমেন্স বিপিএল
- 1
রিশাদ ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে, উন্নতি করেছেন পারভেজ ইমন
- 2
টানা দুই শিরোপা জয়ের খুব কাছে রংপুর রাইডার্স
- 3
দক্ষিণ আফ্রিকায় টাইগার যুবাদের দারুণ শুরু
- 4
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণা আন্দ্রে রাসেলের, শেষ মঞ্চ স্যাবাইনা পার্কেই
- 5
নারী ক্রিকেটারদের ব্যস্ত মৌসুম, ২০২৫-২৬ ক্যালেন্ডার ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড

ফেব্রুয়ারিতে শুরু উইমেন্স বিপিএল
ফেব্রুয়ারিতে শুরু উইমেন্স বিপিএল
চলমান ২০২৫ বিপিএলের পর মাঠে গড়াবে মেয়েদের বিপিএল। ৩ দল নিয়ে উইমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে যাচ্ছে বিসিবি। আগামী ফেব্রুয়ারিতে পুরো টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে মিরপুর হোম অব ক্রিকেটে।
ট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানালেন, মেয়েদের বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টটি আয়োজন করে বিসিবি দেখতে চায়, নারীদের টি-টোয়েন্টিতে আসরটি কেমন প্রভাব ফেলে। মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নিতে নারী বিপিএল ভূমিকা রাখবে বলে আশাবাদী বিসিবি।
ছেলেদের বিপিএলের পর্দা নামবে আগামী ৭ ফেব্রুয়ারি। এর পরপরই মাঠে গড়াবে নারীদের আসরটি। তিন দল নিয়ে এই টুর্নামেন্ট প্রথমবারের মতো মাঠে গড়াবে। টুর্নামেন্ট হবে ডাবল লিগ পদ্ধতিতে, ফাইনাল সহ ম্যাচ হবে মোট ৭টি। তিন দল প্রথম পর্বে দুবার করে পরস্পরের বিপক্ষে খেলবে। তারপর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলকে নিয়ে ফাইনাল।
ছেলেদের বিপিএল শেষ হওয়ার পর ৮-৯ দিনের বিরতি দিয়ে পরীক্ষামূলকভাবে শুরু হবে উইমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল)। নারীদের টুর্নামেন্টটিতে অবশ্য খুব বেশি বিদেশি ক্রিকেটার থাকবে না। প্রতিটি দল ১৫ জন স্থানীয় ক্রিকেটার এবং একজন বিদেশি ক্রিকেটারকে নিতে পারবে।