অনলাইনে শুরু হয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের টিকেট বিক্রি
৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল
প্রকাশ: 22 ঘন্টা আগেআপডেট: 2 মিনিট আগে
অনলাইনে শুরু হয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের টিকেট বিক্রি
অনলাইনে শুরু হয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের টিকেট বিক্রি
আগামী ৩০ আগস্ট থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি২০ সিরিজ। সিরিজ শুরুর আগে স্বাগতিক বাংলাদেশ দল সিলেটে অনুশীলন ক্যাম্প করছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যেই অনলাইনে টিকেট বিক্রি শুরু করেছে। দর্শকরা বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট (gobcbticket.com.bd) ও বিসিবি টিকিট অ্যাপ থেকে টিকেট কিনতে পারবেন।
টিকেটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা, যেখানে সর্বোচ্চ টিকেটের দাম ২০০০ টাকা। সিলেটের ক্রিকেটপ্রেমীরা বিভিন্ন গ্যালারি থেকে তাদের পছন্দমতো টিকেট ক্রয় করতে পারবেন।
সিরিজের প্রথম ম্যাচ ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে, এরপর ১ ও ৩ সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।
টিকেটের দাম অনুযায়ী দর্শকরা নিম্নলিখিত গ্যালারি থেকে টিকেট ক্রয় করতে পারবেন:
★শহীদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম গ্যালারি) এবং গ্রিন গ্যালারি/গ্রিন হিল থেকে টিকেট পাওয়া যাবে ১৫০ টাকায়।
★শহীদ আবু সাইদ স্ট্যান্ড (উত্তর-পূর্ব গ্যালারি) এর টিকেটের দাম ২৫০ টাকা।
★স্টেডিয়ামের ক্লাব হাউসের দুইটি ব্লক (এ১ ও ই১) থেকে টিকেট পাওয়া যাবে ৫০০ টাকায়।
★সর্বোচ্চ মূল্য ২০০০ টাকা নির্ধারণ করা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ড আপার ইস্ট/ওয়েস্ট, গ্র্যান্ড স্ট্যান্ড লোয়ার ইস্ট/ওয়েস্ট এবং ডিরেক্টর এনক্লোজারের টিকেটের জন্য।
আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেদারল্যান্ডসের বিপক্ষে এই তিন ম্যাচের টি২০ সিরিজ আয়োজন করেছে।
দর্শকদের জন্য উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করার সুযোগ, তাই আগ্রহীরা দ্রুত টিকেট সংগ্রহের জন্য অনলাইনে যোগাযোগ করতে পারেন।