Image

ব্যাক টু ব্যাক সিরিজ জয়ী জার্সিতেই এশিয়া কাপের মিশনে টাইগাররা

৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন

প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 1 মিনিট আগে
ব্যাক টু ব্যাক সিরিজ জয়ী জার্সিতেই এশিয়া কাপের মিশনে টাইগাররা

ব্যাক টু ব্যাক সিরিজ জয়ী জার্সিতেই এশিয়া কাপের মিশনে টাইগাররা

ব্যাক টু ব্যাক সিরিজ জয়ী জার্সিতেই এশিয়া কাপের মিশনে টাইগাররা

বড় কোনো টুর্নামেন্টে বাংলাদেশ দলের জার্সি সবসময় ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। আসন্ন এশিয়া কাপের আগেও সেই রীতি বজায় থাকছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে মাঠে নামবে তাদের পরিচিত ব্যাক টু ব্যাক সিরিজ জয়ী জার্সিতে।

বিসিবি সূত্র জানাচ্ছে, খেলোয়াড়দের মতে এই জার্সি তাদের জন্য 'লাকি'। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক দুটি টি-টোয়েন্টি সিরিজ জয় এসেছে এই একই নকশার জার্সি পরে। তাই বোর্ডও প্রস্তুতকারককে নির্দেশ দিয়েছে, পুরনো নকশার জার্সি পুনরায় তৈরি করতে।

জার্সিটি মূলত গাঢ় লাল রঙের, কাঁধের অংশে সবুজ নকশা, আর ট্রাউজার কালো ও সবুজের সংমিশ্রণে সম্পূর্ণ হয়েছে। এবার দুবাইয়ের মাঠে এই জার্সি পরে বাংলাদেশ কতটা সফল হবে, তা সময় হলেই জানা যাবে।

নেদারল্যান্ডসের সাথে সিরিজ শুরুর আগে সিলেটে টানা অনুশীলন করছে টাইগাররা। অনুশীলনের ধারাবাহিকতায় আজ এইচপি'র সাথে প্রস্তুতি ম্যাচ খেলবে লিটন-মোস্তাফিজরা।  

ইতোমধ্যে, সিলেটে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়া থেকে ফিরেছেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান।  আগামী শনিবার থেকে শুরু হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three