মনোনয়ন প্রত্যাহার, বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না তামিম ইকবাল
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 দিন আগেআপডেট: 2 ঘন্টা আগে
মনোনয়ন প্রত্যাহার, বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না তামিম ইকবাল
মনোনয়ন প্রত্যাহার, বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না তামিম ইকবাল
বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এক সময় তিনি সরাসরি বোর্ডের দায়িত্বে থাকতে আগ্রহী ছিলেন এবং বিশেষ করে দেশের ক্রিকেট অপারেশনকে আরও শক্তিশালী করতে চান বলে ইঙ্গিত দিয়েছেন। তবে শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তিনি।
বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৬ অক্টোবর। নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১ অক্টোবর, এবং ঠিক সেই দিন তামিম নিজের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এই পদক্ষেপের ফলে বোর্ড নির্বাচনে নতুন প্রতিযোগিতা ও সুযোগের ক্ষেত্র তৈরি হতে পারে।
তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়কদের একজন। তার অধিনায়কত্বে বাংলাদেশ দল বড় সফলতা পেয়েছে, এবং খেলোয়াড়ি জীবনের শেষ পর্যায়ে এসে তিনি বোর্ডের সাধারণ পরিচালক হিসেবে দেশের ক্রিকেটে অবদান রাখতে আগ্রহী ছিলেন। বিশেষ করে খেলোয়াড়ি অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্রিকেট অপারেশন ও নীতি-নির্ধারণে সক্রিয় ভূমিকা রাখার ইচ্ছা ছিল তার।
তবে এই ইচ্ছা এবার পূর্ণ হচ্ছে না। তামিমের নির্বাচনে অনুপস্থিতি অন্যান্য প্রার্থীদের জন্য সুযোগ বাড়তে পারে। তার অভিজ্ঞতা ও সুনাম থাকলেও এবার বোর্ডের ভবিষ্যৎ রূপায়ণে তার সরাসরি অংশগ্রহণ দেখা যাবে না, যা নির্বাচনের চিত্রকে কিছুটা পরিবর্তন করতে পারে।