র্যাংকিংয়ে রাচিনের বড় লাফ, সেরা তিনে ঢুকলেন রোহিত

র্যাংকিংয়ে রাচিনের বড় লাফ, সেরা তিনে ঢুকলেন রোহিত
র্যাংকিংয়ে রাচিনের বড় লাফ, সেরা তিনে ঢুকলেন রোহিত
মাত্রই শেষ হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। টুর্নামেন্টে অনেক ক্রিকেটার করেছেন অসাধারণ পারফরম্যান্স। তাই র্যাংকিংয়ে হয়েছে খানিকটা ওলট-পালট। র্যাংকিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র।
ফাইনালে রোহিত শর্মা খেলেন ৮৩ বলে ৭৬ রানের ইনিংস। যা নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ভারতের ২৫২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করা সহজ করেছিল। তাই দুই ধাপ উন্নতি আইসিসি ব্যাটার র্যাংকিংয়ে তৃতীয় স্থানে পৌছেছে রোহিত শর্মা। অপরদিকে, রাচিন রাবিন্দ্রা সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর ফাইনালে ভারতের বিপক্ষেও সাহসী ইনিংস খেলেছেন। র্যাংকিংয়ে ১৪টি ধাপ এগিয়ে ক্যারিয়ারের সেরা ১৪ তম স্থানে পৌঁছেছেন রাচিন।
রাচিন রাবিন্দ্র চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২৬৩ রান ও ৩ উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার জিতেছেন। র্যাংকিং আপডেট অনুযায়ী, রাবিন্দ্রা বোলার র্যাংকিংয়ে ২২টি স্থান উন্নীত হয়ে ৯৮ তম এবং অলরাউন্ডার র্যাংকিংয়ে ৮টি স্থান উন্নীত হয়ে ৮ম স্থানে পৌঁছেছেন।
দক্ষিণ আফ্রিকার ব্যাটার রাসি ভ্যান ডের ডুসেন সেমিফাইনালে ৬৯ রান করার পর ১৩ তম স্থানে পৌঁছেছেন। অন্যান্য উল্লেখযোগ্য উন্নতি হয়েছে গ্লেন ফিলিপস (২৪ তম স্থান), ডেভিড মিলার (২৬ তম স্থান), কেন উইলিয়ামসন (২৭ তম স্থান) এবং টেম্বা বাভুমা (৩২ তম স্থানে)।
বোলিং র্যাংকিংয়ে মিচেল স্যান্টনার ৬ ধাপ এগিয়ে ক্যারিয়ারের সেরা দ্বিতীয় স্থানে পৌঁছেছেন। কুলদীপ যাদব ফাইনালে দুইটি উইকেট নিয়ে ৩ ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠেছেন। রবীন্দ্র জাদেজা আবারও টপ টেনে ফিরেছেন। এছাড়াও, মাইকেল ব্রেসওয়েল ( ১৮ তম), লুঙ্গি এনগিদি ( ৩৩ তম), আক্সার প্যাটেল (৩৮ তম) এবং বারুণ চক্রবর্তী ( ৮০ তম) বোলিং র্যাংকিংয়ে উন্নতি করেছেন।
অলরাউন্ডার র্যাংকিংয়ে মিচেল স্যান্টনার চতুর্থ স্থানে উন্নীত হয়েছেন, এবং মাইকেল ব্রেসওয়েল ফাইনালে ৪০ বলের ৫৩ রানে দুর্দান্ত ইনিংস খেলার পর সপ্তম স্থানে পৌঁছেছেন।