১৩ রানে ৪ উইকেট নেই নিউজিল্যান্ডের, ৩ জনই ডাক

১৩ রানে ৪ উইকেট নেই নিউজিল্যান্ডের, ৩ জনই ডাক
১৩ রানে ৪ উইকেট নেই নিউজিল্যান্ডের, ৩ জনই ডাক
সিলেটে বাংলাদেশ 'এ' দলের দারুণ শুরু। টসে জিতে ব্যাটিং নিয়ে মাত্র ১৩ রান করতেই নিউজিল্যান্ড হারিয়ে বসে টপ অর্ডারের ৪ ব্যাটারকে। টাইগার দুই পেসার শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ পাল্লা দিয়ে শিকার করছেন প্রতিপক্ষের উইকেট।
বাংলাদেশ ‘এ’–নিউজিল্যান্ড ‘এ’ সিরিজ শুরু আজ। প্রথম ওয়ানডেতে টস হেরে বোলিংয়ে নেমেই বাংলাদেশের বাজিমাত। কিউইদের টপ অর্ডারকে রীতিমতো ধ্বংসস্তূপ বানিয়ে দেন দুই পেসার শরিফুল ও খালেদ। দলীয় ৬ রানে ৩, ১৩ রানের মাথায় ৪র্থ উইকেট হারায় নিউজিল্যান্ড 'এ'।
কিউই ওপেনার ডেল ফিলিপসকে ডাক বানিয়ে প্যাভিলিয়নে ফেরান শরিফুল ইসলাম। তিনে নামা ম্যাট বয়েলও উইকেট হারান শূন্যে থেকে, তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন খালেদ আহমেদ। এক বল পর খালেদ শিকার করেন আরও এক উইকেট। এবার তার শিকার মোহাম্মদ আব্বাস।
নিউজিল্যান্ড 'এ' দলের অধিনায়ক নিক কেলিকেও এদিন উইকেট হারাতে হয় শূন্য রানে থেকে। শরিফুল ইসলামের দারুণ এক ডেলিভারিতে কেলি হারান স্টাম্প। দলীয় ১৩ রানে ৪ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে সফরকারীরা। এরপর অবশ্য তাদের স্কোরবোর্ডে রান আসতে থাকে টিকে যাওয়া ওপেনার রায়স মারিওর কল্যাণে।